Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

এবার করোনায় জীবন দিলেন ইন্সপেক্টর জলিল

প্রকাশিত: ১১ জুন ২০২০, ০০:৪৮

লাইভ প্রতিবেদকঃ মহামারি করোনার শুরু থেকেই পুলিশ সামনে থেকে কাজ করে আসছে। আর এতে করে শুরু থেকেই ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে পুলিশ বাহিনী। এতে করে ক্রমশ বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এবার করোনায় জীবন দিলেন আরো এক পুলিশ সদস্য।

তিনি কুড়িগ্রাম জেলা পুলিশের ইন্সপেক্টর মো. আব্দুল জলিল (৫৫)। করোনাক্রান্ত হয়ে তিনি মঙ্গলবার বেলা দেড়টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

করোনাযুদ্ধে বাংলাদেশ পুলিশের ২০ জন সদস্য জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন।

পুলিশের ব্যবস্থাপনায় মৃত পুলিশ সদস্যের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তিনি নওগাঁ জেলার আত্রাই থানার দীপ চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।

ঢাকা, ১০ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ