Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাকার পথে ১০ সদস্যের চীনা মেডিক্যাল দল

প্রকাশিত: ৮ জুন ২০২০, ১৮:০২

লাইভ প্রতিবেদকঃ প্রাণঘাতি করোনা ভাইরাস মোকাবিলায় চীন থেকে করোনা ভাইরাস রোগের সেবা দিতে মেডিক্যাল দল ঢাকার পথে রওনা দিয়েছে। সোমবার ১০ সদস্যের এই মেডিক্যাল দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। ঢাকার চীনা দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিংসহ দুই দেশের অন্য কর্মকর্তারা বিমানবন্দরে চীনা মেডিক্যাল বিশেষজ্ঞদের স্বাগত জানাবেন।

বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং প্রযুক্তিবিদদের সমন্বয়ে গঠিত এই চীনা মেডিক্যাল দল আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিয়ে বাংলাদেশে আসছে। সোমবার সাড়ে ১১টায় দলটি ঢাকায় পৌঁছাবে। চীনা মেডিক্যাল দল বাংলাদেশে দুই সপ্তাহ অবস্থান করবে।

উল্লেখ্য, দেশে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রতিনিয়ত ভয়াবহ হয়ে উঠছে এই ভাইরাসের তাণ্ডব। দেশে গত ২৪ ঘন্টায় এই ভাইরাস কেড়ে নিয়েছে ৪২ জনের প্রাণ। সেই সাথে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও দুই হাজার ৭৪৩ জন।

ঢাকা, ০৭ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ