Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জেনে নিন করোনায় কোন জেলায় কতজন আক্রান্ত

প্রকাশিত: ৮ জুন ২০২০, ০০:১১

লাইভ প্রতিবেদকঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে সবকিছু যেন এলোমেলো হয়ে গেছে। গোটা বিশ্বের আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে এই ভাইরাস। এখনও শতভাগ কার্যকর কোনও ভ্যাকসিন বের করতে পারেনি কোনো গবেষক। এর ফলে লাফিয়ে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। সেই সাথে লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৭৪৩ জন। করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার ৭৬৯ জনে। এছাড়া আক্রান্ত হয়ে আরও ৪২ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮৮ জনে।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) প্রফেসর ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১২ হাজার ৮৪২টি নমুনা সংগ্রহ করা হয়। আগের নমুনা মিলিয়ে মোট পরীক্ষা করা হয় ১৩ হাজার ১৩৬টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো তিন লাখ ৯৭ হাজার ৯৮৭টি। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ১৪ শতাংশ। আর সুস্থ হয়েছেন ৫৭৮ জন। এ নিয়ে মোট ১৩ হাজার ৯০৩ জন সুস্থ হলেন।

তিনি আরো জানান, গতদিনে যে ৪২ জন মারা গেছেন, তাদের মধ্যে ৩৫ জন পুরুষ এবং সাত জন নারী। নিহতদের মধ্যে ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে আট জন, সিলেট বিভাগে দুই জন, রাজশাহীতে দুই জন, ময়মনসিংহ বিভাগে একজন এবং খুলনা বিভাগে দুই জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে দেশের বিভিন্ন জেলায় আক্রান্তের সংখ্যা হলো-ঢাকা ২১,২৯৪, চট্টগ্রাম ২,৮৭৫, নারায়ণগঞ্জ ২,৫৪১, কুমিল্লা ১,১৮৯, গাজীপুর ১,১৬৩, মুন্সীগঞ্জ ৯৮০, কক্সবাজার ৯৬৯, নোয়াখালী ৮৩৮, সিলেট ৬৭৬, ময়মনসিংহ ৫৪০, রংপুর ৪৮৮, ফরিদপুর ৩৪৮, জামালপুর ২৯৪, গোপালগঞ্জ ২৮৭, বগুড়া ২৬৯, কিশোরগঞ্জ ২৬৪, ফেনী ২৫৭, চাঁদপুর ২৪৩, নেত্রকোনা ২৩১, নওগাঁ ২১২, মাদারীপুর ২০৩, সুনামগঞ্জ ১৯৪,

নরসিংদী ১৯১, দিনাজপুর ১৮২, বরিশাল ১৮১, হবিগঞ্জ ১৭৫, জয়পুরহাট ১৭২, মানিকগঞ্জ ১৬৭, যশোর ১৬৪, ব্রাহ্মণবাড়িয়া ১৫৯, খুলনা ১৫৫, শরীয়তপুর ১৫৩, লক্ষ্মীপুর ১৪৪, নীলফামারী ১৩৮, শেরপুর ১২১, মৌলভীবাজার ১১৬, কুষ্টিয়া ১১০, চুয়াডাঙা ১০৫, রাজবাড়ী ৯০, পটুয়াখালী ৮৯, বরগুনা ৮১, রাজশাহী ৮১, ঠাকুরগাঁও ৭৪, কুড়িগ্রাম ৭৪,

রাঙ্গামাটি ৬৭, পাবনা ৬৫, ভোলা ৬৫, চাঁপাইনবাবগঞ্জ ৬৪, নাটোর ৬৪, গাইবান্ধা ৬০, ঝিনাইদহ ৫৭, টাঙ্গাইল ৫৫, পঞ্চগড় ৫২, সাতক্ষীরা ৪৯, খাগড়াছড়ি ৪৭, বাগেরহাট ৪৬, সিরাজগঞ্জ ৪২, লালমনিরহাট ৪১, বান্দরবান ৪১, ঝালকাঠী ৩৭, পিরোজপুর ৩৭, মাগুরা ৩৭, নড়াইল ৩০ ও মেহেরপুর ৩০ জন।

ঢাকা, ০৭ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ