Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সন্ধ্যায় লকডাউন হচ্ছে তেজগাঁওয়ের ২ এলাকা

প্রকাশিত: ৭ জুন ২০২০, ২৩:১৬

লাইভ প্রতিবেদকঃ দেশের করোনা পরিস্থিতি মোকাবিলা করতে লাল, হলুদ ও সবুজ এই ৩ টি জোনে ভাগ করা হয়েছে। যে সমস্ত এলাকা লাল জোনের আওতায় পড়েছে অর্থাৎ যেসকল এলাকায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেশি; সেসব এলাকা লকডাউন করা হচ্ছে। এরই প্রেক্ষিতে করোনা রোগী 'বেশি থাকায়' রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়া ও আরজত পাড়া রোববার সন্ধ্যার পর প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হচ্ছে।

তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক মো. ইয়াসিন সমকালকে এ তথ্য নিশ্চিত করে জানান, তেজগাঁওয়ের এই দুটি এলাকায় করোনা রোগীর সংখ্যা বেশি হওয়ার কারণে সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে লকডাউন করার ব্যাপারে পুলিশকে চিঠি দিয়ে জানানো হয়েছে। সন্ধ্যার পর এলাকাদুটি লকডাউন করা হবে।

এদিকে প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, রাজধানীর তেজগাঁও এলাকায় গত কয়েকদিনে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানাতেই ২৩ পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। এ ছাড়া তেজগাঁও এলাকায় মোট আক্রান্ত আড়াইশ' ছাড়িয়েছে।

লকডাউন কার্যকর হলে অতি জরুরি প্রয়োজন ছাড়া এই এলাকার কেউ বাইরে বের হতে পারবেন না। একই সাথে বাইরে থেকে কাউকে ওই এলাকায় যেতেও দেওয়া হবে না।

ঢাকা, ০৭ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ