Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

করোনায় আক্রান্ত নয় চীন ফেরত বরগুনার শিক্ষার্থী

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০২০, ০৫:১০

লাইভ প্রতিবেদকঃ বরগুনা সদর জেনারেল হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন চীন ফেরত শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত নয় বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।

বুধবার বরগুনার সিভিল সার্জন হুমায়ুন শাহীন খান এক বিবৃতিতে এসব তথ্য জানান। বরগুনার সিভিল সার্জন হুমায়ুন শাহীন খান বলেন, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনিস্টিটিউট (আইইসিডিআর) ওই শিক্ষার্থীর নমুনা পরীক্ষা-নিরীক্ষার পর রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টে ইমরান করোনাভাইরাসে আক্রান্ত নন বলে নিশ্চিত করা হয়েছে।

গত সোমবার দুপুরে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক প্রতিনিধি দল বরগুনা আসেন এবং বরগুনা জেনারেল হাসপাতালের পর্যবেক্ষণ কক্ষে থাকা ওই চীন ফেরত শিক্ষার্থীর নমুনা (রক্ত, নাক ও গলা থেকে সোয়াপ) সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনিস্টিটিউটের (আইইসিডিআর) ল্যাবে প্রেরণ করনে।

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ