Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সচিবালয়ের লিফট ভেঙে স্বাস্থ্যমন্ত্রীকে উদ্ধার

প্রকাশিত: ১১ অক্টোবার ২০১৬, ০০:২৬


লাইভ প্রতিবেদক: সচিবালয়ের লিফটে হঠাৎ আটকে যান স্বাস্থমন্ত্রী মোহাম্মদ নাসিম সহ আরও অনেকেই। মাত্র কয়েক দিন পূর্বে লিফটি নতুন সংযোজন করা হলেও যান্ত্রিক সমস্যার কারনে এঘটনা ঘটে।প্রায় আধা ঘণ্টা লিফটে আটকে ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তিন তলার লিফটের দরজা ভেঙে তাকে উদ্ধার করেছেন। এঘটনা প্রকাশ পাওয় মাত্রই তাকে উদ্ধার করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।

সচিবালয়ের লিফটে ২০ মিনিট আটকে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। পরে লিফট ভেঙে তাকে উদ্ধার করা হয়।

সোমবার বিকেল ৪টার দিকে সচিবালয়ের ৩ নম্বর বিল্ডিংয়ের লিফটে এ ঘটনা ঘটে। দু’মাস আগেই এ লিফটটি স্থাপন করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মন্ত্রী নাসিমকে উদ্ধার করে। তিনি সুস্থ আছেন।

ক্যাম্পাস লাইভ২৪.কম অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতিকুল আলম চৌধুরী। তার নেতৃত্বেই স্বাস্থ্যমন্ত্রীসহ অন্য সকলদের উদ্ধার করা হয়।

আতিকুল আলম জানান, দাপ্তরিক কাজ শেষে চার তলায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নামার সময় দোতলায় এসে লিফটটি হঠাৎ আটকে যায়। এসময় তার সঙ্গে ব্যক্তিগত সহকারী এবং দলীয় নেতাকর্মীরা ছিলেন। যান্ত্রিক ত্রুটির কারণেই লিফটি আটকে গিয়েছিল।

ঢাকা, ১০ অক্টোবর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ