Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঝিনাইগাতিতে ভিজিডি কার্ডের তালিকা তৈরী

প্রকাশিত: ৯ অক্টোবার ২০১৬, ২৩:১৫


শেরপুর লইভ: সারাদেশে গরিব ও দুস্থদের ভিজিডি কার্ড বিতরণ নিয়ে কমবেশী নানা অনিয়মের অভিযোগ পাওয়া যায়। এ অনিয়মের কলঙ্ক মুছে ফেলতে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার নলকূড়া ইউনিয়নে ব্যাতিক্রমি উদ্দোগ নেয়া হয়েছে।

উপজেলার নির্বাহী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার এবং স্থানীয় গণমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে গ্রামবাসীর সামনে প্রকশ্যে কার্ড প্রাপ্তদের নামের তালিকা তৈরী করা হচ্ছে। এসময় গ্রামবাসীদেরই দায়িত্ব দেয়া হচ্ছে গ্রামের কে কে ভিজিএফ কার্ড পওয়ার যোগ্য।

গত ৮ অক্টোবর শনিবার বিকেলে এমনই প্রকাশ্যে এক বৈঠকের মাধ্যমে ভিজিডি কার্ড প্রাপ্তদের নামের তালিকা তৈরী করা হয়েছে ঝিনাইগাতি উপজেলার নলকূড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে। এসময় ওই ওয়ার্ডের ফুলহরি ও ভালুকা গ্রামের প্রায় ৫ শতাধিক গ্রামবাসীর উপস্থিতিতে ৮৭ জন দুস্থ ও অসহায় মানুষের তালিকা তৈরী করা হয়। পরবর্তিতে তাদেরকে কার্ড বিতরণ করা হবে।

এ ভিজিডি কার্ডধারীদের নামের তালিকা তৈরীর সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আয়ুব আলী ফর্সা, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আলম চাঁন, ১নং ওয়ার্ডের মেম্বার মজনু মিয়া, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফকর উদ্দিন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক আহসান আলী প্রমূখ।

এব্যপারে নলকূড়া ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব আলী ফর্সা জানান, জনগণের ভোটে যেহেতু নির্বাচিত হয়েছি তাই সচ্ছতার জন্য শুধু ভিজিডি-ভিজিএফ কার্ডই নয় আমার সকল কাজ-কর্ম জনগণকেই সাথে নিয়ে তাদের মতামতের ভিত্তিতে কাজ করে যাব। আগামী সোমবার ২ নং ওয়ার্ডের তালিকা এবং বাকী ওয়ার্ডের তালিকা পর্যায়ক্রমে একই ভাবে তৈরী করা হবে বলেও তিনি জানান।


ঢাকা, ০৯ অক্টোবর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ