Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ছাত্রী নিরাপত্তায় দুদিনের কর্মসূচি ঘোষণা: শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ৮ অক্টোবার ২০১৬, ২০:২৩

লাইভ প্রতিবেদক: সারাদেশের ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক প্রতিরোধ গড়ে তেলাসহ সরকারের নানামূখী পদক্ষেপের অংশ হিসেবে আগামী ১৮ অক্টোবর সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন ও ২০ অক্টোবর আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শনিবার সকাল এগারোটায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।

সিলেটের খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলাসহ সারাদেশে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষামন্ত্রী ব‌লেন, একেরপর এক বখাটেরা ছাত্রীদের ওপর হামলা করে যাচ্ছে। ছাত্রীদের সুন্দর ভবিষ্যৎ নষ্ট করছে। এ থেকে রেহায় পেতে হলে অামাদেরকে সামাজিক অান্দোলন, গড়ে তুলতে হ‌বে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, অামরা লক্ষ্য করছি ছাত্রীরা প্রতিনিয়ত কিছু অমানুষ, বখাটেদের দ্বারা অাঘাতপ্রাপ্ত হচ্ছে। এটা কোনও ভাবেই বরদাস্ত করা যাবেনা। এরজন্য দেশব্যাপী সামাজিক অান্দোলন, সমাজ সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

কর্মসুচি ঘোষণা করে মন্ত্রী বলেন, ১৮ অক্টোবর সকাল ১১ টায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতীকি মানববন্ধন করা হবে। এই মানববন্ধনের স্থায়িত্ব হবে ১৫ মিনিট। সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা, শিক্ষকরা হাতে হাত দিয়ে দাড়াবেন। ছাত্রীদের ওপর এই ধরনের নিশৃংশ হামলা যেন অার না হয় সে জন্য সচেতন থাকবেন। অাহত খাদিজার জন্য দোয়া করবেন, এবং অপরাধীদের বিচার চাইবেন।

অন্যদিকে অাগামী ২০ অক্টোবর শিক্ষাপ্রতিষ্ঠানে এক অালোচনা সভার অায়োজন করবেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। যেখানে প্রতিষ্ঠানের শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্যরা, এলাকার গণ্যমান্য ব্যক্তি, মসজিদের ইমাম, সমাজ সচেতন মানুষ, অালেম-ওলামা, অভিভাবকসহ নানা পেশাজীবীর মানুষ উপস্থিত থেকে সমাজ সেচতনতা গড়ে তোলার বিষয়ে অালোচনা করবেন।

এছাড়া প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যরা একটি কমিটি গঠন করবেন। যেখানে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ প্রধান শিক্ষক অথবা সভাপতিকে অাহ্বায়ক করে কমিটি গঠন করবেন। যে কমিটির কাজ হবে, ছাত্রীদের সমস্যা শুনে তাদের সমস্যা কিভাবে নিরাপত্তা দেওয়া যায় সেটা তদারকি করা। অপরাধী চিহ্নিত হলে তাকে পুলিশে দেওয়া।

শিক্ষামন্ত্রী অারও বলেন, তনু, রিশা এবং খাদিজার হত্যাকারীদেরকে দ্রুত বিচারের কাঠগড়ায় দাড় করানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রালয়ের সঙ্গে কথা হয়েছে। দ্রুত তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি করা হবে। যাতে পরবর্তীতে অার এ ধরনের ঘটনা না ঘটে।

সম্প্রতি খাদিজা নামে এক ছাত্রীর উপর নৃশংশভাবে হামলার তিব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, অপরাধী যে দলেরই হোক সে অপরাধী, সে পার পাবেনা। এটা কেবল অামার কথা নয় প্রধানমন্ত্রীও সংসদে বলেছেন।

এসময় সংবাদ সম্মেলনে অারও উপস্থিত ছিলেন, মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব এ এস মাহমুদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. শেখ মো: ওয়াহিদুজ্জামানসহ শিক্ষামন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

ঢাকা, ০৮ অক্টোবর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ