Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ১৩ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শিশু সুরক্ষায় মতবিনিময় সভা

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বার ২০১৬, ০৭:৩৩

 

 

শেরপুর প্রতিনিধি: ‘শিশু সুরক্ষায় আমরা সকলে’ শ্লোগানে শেরপুরের শ্রীবরদীতে বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা ও মতবিনিময় সভা করেছেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ওয়ার্ল্ড ভিশন শ্রীবরদী এডিপি’র সহায়তায় আয়োজিত ইউএনও খালেদা নাছরিন এর সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল হক চাঁন।

সভায় বাল্যবিবাহ প্রতিরোধ, সঠিক জন্মনিবন্ধন ব্যবস্থাপনা, স্থানীয় সরকার পরিকল্পনা ও বাস্তবায়নে শিশু-যুবদের অংশগ্রহণ নিয়ে অংশগ্রহণকারীদের প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে মতবিনিময় ও আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে শ্রীবরদী উপজেলাকে বাল্যবিবাহমুক্ত করার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সহ দায়িত্বশীল ব্যাক্তিবর্গ একমত পোষণ করে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানান।

চাইল্ড ফোরামের সভাপতি তনুশ্রী সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শ্রীবরদী থানার ওসি এস আলম, ওয়ার্ল্ডভিশন ময়মনসিংহ অঞ্চলের ফিল্ড ডিরেক্টর সাগর মারান্ডি, ইউপি চেয়ারম্যান এডিএম শহীদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।


এ মতবিনিময় সভায় চাইল্ড ফোরামের ৩০ জন শিশু ছাড়াও সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-সাংবাদিক-অভিভাবক, কাজী, এনজিও প্রতিনিধি সহ দেড় শতাধিক সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।

ঢাকা, ২২ সেপ্টেম্বর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আইএইচ

 

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ