Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

এইডস ঝুঁকিতে দেশের ২৩টি জেলা

প্রকাশিত: ১৯ নভেম্বার ২০১৮, ০২:৩৩

লাইভ প্রতিবেদক: মরণব্যাধি এইডস রোগে আক্রান্ত রোগির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এখন দেশের ২৩টি জেলায় এইডস ঝুঁকিতে রয়েছে। ৩শ’ শিশু এইডস রোগে আক্রান্ত। ১৯৮৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ৫ হাজার ৫শ’ ৮৬ জনকে এইচআইভি আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

জানা গেছে, এই পর্যন্ত মারা গেছে ৯শ’ ২৪ জন। বাংলাদেশে মাসে একজন এইডস আক্রান্ত রোগীর পিছনে সরকারের খরচ ৬ থেকে ১৪ হাজার টাকা। গত বছর ৮শ’ ৬৫ জন নতুন রোগী সনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৩১ শতাংশই মাইগ্রেন্ট কর্মী।

স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মশালায় লাইন ডিরেক্টর প্রফেসর ডা. সামিউল ইসলাম এই তথ্য জানিয়েছেন। যেসব জেলা এইডস ঝুঁকিতে জেলাগুলো হচ্ছে, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, চাঁদপুর, সিলেট, মৌলভাবাজার, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, বাগেরহাট, যশোর, ও সাতক্ষীরা।

 

 

 

ঢাকা, ১৮ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ