Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ৮ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

১০ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড শুরু ২৬ অক্টোবর

প্রকাশিত: ২৪ অক্টোবার ২০১৮, ১৯:৩০

                                                           ফাইল ছবি

লাইভ প্রতিবেদক: দেশের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা সুপ্ত মেধা-বিকাশের সুযোগ করে দেয়ার লক্ষে, বাংলাদেশ গণিত সমিতি দেশের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক অলিম্পিয়াডের আয়োজন করেছেন। এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের অর্থানুকুল্যে, এ বছর দশম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে আরো দুইটি নতুন অঞ্চল নিয়ে মোট আটটি অঞ্চলে অলিম্পিয়াডের আয়োজক করা হচ্ছে।

এবিষয়ে আয়োজকরা জানিয়েছেন, আগামী ২৬ অক্টোবর খুলনা বিশ্ববিদ্যালয়ে খুলনা অঞ্চলে, ০৯ নভেম্বর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনাজপুর অঞ্চলে ও ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে ঢাকা উত্তর অঞ্চলে ১০ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।

একই সাথে ১০ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী অঞ্চলে ৩০ নভেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ে বরিশাল অঞ্চলে একইদিন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে চট্রগ্রাম অঞ্চলে এবং ওই একইদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিলেট অঞ্চলে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঢাকা দক্ষিন অঞ্চলের শিক্ষার্থীদের নিয়ে আঞ্চলিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।
সেই সাথে আরো জানিয়েছেন, আঞ্চলিক পর্যায়ের শ্রেষ্ঠ দশজন করে সর্বমোট ৮০ জন প্রতিযোগী নিয়ে আগামী ০৮ ডিসেম্বর বুয়েটের গণিত বিভাগে চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

গণিতের প্রতি আগ্রহ ও জনপ্রিয়তা সৃষ্টি, গণিত ভীতি দূর করা সহ সর্বোপরি গণিতের উৎকর্ষ সাধনের নিমিত্তে, বাংলাদেশ গণিত সমিতি ২০০৯ সাল থেকে দেশব্যাপী স্নাতক পর্যায়ে গণিত অলিম্পিয়াড নিয়মিতভাবে আয়োজন করে আসছেন। অলিম্পিয়াডে অংশগ্রহণকারীগণ গাণিতিক দক্ষতা ও বিশ্লেষণের পারঙ্গমতা প্রদর্শনের সুযোগ পাচ্ছে। এতে গণিতের ছাত্র ছাড়াও বিজ্ঞান ও প্রকৌশলী ছাত্র-ছাত্রীরা ব্যাপকভাবে উপকৃত হচ্ছে সেই সাথে মেধার স্বাক্ষর রাখছে প্রতিযোগীরা।

আয়োজকদের পক্ষথেকে জানানো হয়েছে যে, চুড়ান্ত পর্বে প্রথম দশজন বিজয়ীদেরকে এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশন ও বাংলাদেশ গণিত সমিতির পক্ষ থেকে সাটিফিকেট, ক্রেস্ট ও আর্থিক পুরস্কার প্রদান করা হবে। আঞ্চলিক পর্যায়েও পুরস্কার প্রদান করা হবে।

প্রতিযোগীতার বিস্তারিত তথ্য বাংলাদেশ গণিত সমিতির ওয়েব সাইট www.bdmathsociety.org পাওয়া যাবে।


ঢাকা, ২৪ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ