Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ১৩ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইউজিসিতে ডিজিটাল ক্যাপাসিটি বিল্ডিং কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩ ডিসেম্বার ২০১৬, ০৪:২৯

 


লাইভ প্রতিবেদক: বিশ্বায়নের যুগে টিকে থাকতে হলে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য ডিজিটাল রিসোর্স ব্যবহার খুবই জরুরি। এজন্য উচ্চশিক্ষা পর্যায়ে শিক্ষার্থী, শিক্ষক এবং গবেষকদের মাঝে ডিজিটাল লাইব্রেরির ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার মানোন্নয়নে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আখতার হোসেনের সভাপতিত্ব উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প পরিচালক ড. গৌরাঙ্গ চন্দ্র মোহন্ত, বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশনস অফিসার ড. মো. মোখলেছুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ডিজিটাল লাইব্রেরি হচ্ছে স্থান, সময় এবং অর্থ সাশ্রয়ের উৎকৃষ্ট মাধ্যম। বিশ্বায়নের এই যুগে শিক্ষার্থী, শিক্ষক এবং গবেষকদের টিকে থাকতে হবে। এজন্য জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য ডিজিটাল রিসোর্স ব্যবহার খুবই জরুরি। এক্ষেত্রে উচ্চশিক্ষা পর্যায়ে শিক্ষার্থী, শিক্ষক এবং গবেষকদের মধ্যে ডিজিটাল লাইব্রেরির ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

সভাপতির ভাষণে প্রফেসর আখতার হোসেন কর্মশালায় ডিজিটাল লাইব্রেরির সার্বিক চিত্র তুলে ধরেন। তিনি জাতীয় উন্নয়নে গবেষকদের ডিজিটাল লাইব্রেরির সুবিধাদির সর্বোচ্চ ব্যবহার করার জন্য আহ্বান জানান।

উল্লেখ, দেশের ৮০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিকগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ইউজিসি এবং উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

ঢাকা, ০২ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএসটি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ