Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

নতুন সেনাবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ

প্রকাশিত: ২৫ জুন ২০১৮, ২৩:৫৪

লাইভ প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনীর ১৫তম প্রধান হিসেবে তিন বছরের জন্য দায়িত্ব গ্রহণ করলেন লে. জে. অাজিজ অাহমেদ। সোমবার বেলা সাড়ে ১২টায় দায়িত্ব গ্রহণ করেন তিনি। লে. জে. অাজিজ অাহমেদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন জেনারেল অাবু বেলাল শফিউল হক। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দায়িত্ব হস্তান্তের পর ১২টা ৫৫মিনিটে অাবু বেলাল শফিউল হক তার দীর্ঘদিনের কার্যালয় ত্যাগ করেন। এ সময় সেনাবাহিনীর কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বিদায় জানান। সেনাবাহিনীর ঐতিহ্য অনুযায়ী, যথাযথ সম্মান জানিয়ে অফিস থেকে মূল গেট পর্যন্ত তাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর বিএ-২৪২৪ লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি কোয়ার্টার মাস্টার জেনারেলকে ২৫ জুন অপরাহ্ন থেকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে প্রতিরক্ষা বাহিনীর সমূহের প্রধানদের আইন, ২০১৮ অনুসারে তিন বছরের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান পদে নিয়োগ প্রদান করা হলো।


ঢাকা, ২৫ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ