Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

২৪ হাইস্কুলকে সরকারিকরণ করেছে সরকার

প্রকাশিত: ২২ মে ২০১৮, ২১:১৮

লাইভ প্রতিবেদক: এবার ২৪টি বেসরকারি বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়েছে। সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। দেশের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন করতে দেশের বিভিন্ন জেলার ২৪ টি বেসরকারি বিদ্যালয়কে সরকারি করেছে সরকার।

জানা গেছে, প্রতিটি উপজেলায় একটি করে বেসরকারি স্কুল ও কলেজকে সরকারীকরণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ পওয়ার পর সমীক্ষায় দেখা গেছে, ৩১৫টি উপজেলায় হাইস্কুল এবং ৩২১টি উপজেলায় সরকারি কলেজ নেই। এর পরে বিভিন্ন দফায় ১৯৯টি বেসরকারি কলেজ এবং ৩০৩টি হাইস্কুল জাতীয়করণের ব্যাপারে তিনি (প্রধানমন্ত্রী) নীতিগত অনুমোদন দিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশে বলা হয়েছে, এসব শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কোনো শিক্ষক অন্যত্র বদলি হতে পারবেন না। দেশে বর্তমানে ৩৪৭টি সরকারি হাইস্কুল এবং ৩৩১টি কলেজ আছে। এর সঙ্গে নতুন ২৪টি যুক্ত হল।

এগুলো হচ্ছে, সিলেটের ছাতক বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জের জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়, রাজবাড়ীর পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জের গজারিয়া পাইলট মডেল হাইস্কুল, ভোলার বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, গোপালগঞ্জের সাবের মিয়া জসিমুদ্দীন (এসজে) মডেল উচ্চ বিদ্যালয়, মেহেরপুরের গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, নওগাঁর বদলগাছি মডেল হাইস্কুল, নেত্রকোনার শালদীঘা গোপাল গোপীনাথ উচ্চ বিদ্যালয়, নেত্রকোনার জাহাঙ্গীরপুর টিআমিন পাইলট উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরার কলারোয়া জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়, কিশোরগঞ্জের কটিয়াদী পাইলট মডেল বিদ্যালয়, সিলেটের ফেঞ্চুগঞ্জ কাসিম আলী মডেল উচ্চ কটিয়াদী পাইলট মডেল বিদ্যালয়, ময়মনসিংহের ত্রিশাল নজরুল একাডেমি, নাটোরের বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা দামুরহুদা পাইলট হাইস্কুল, বগুড়ার কাহালু মডেল মাধ্যমিক বিদ্যালয়, সিলেটের কোম্পানীগঞ্জ থানা সদর

মডেল উচ্চ বিদ্যালয়, মাদারীপুরের রাজৈর গোপালগঞ্জ কেজেএস পাইলট মডেল ইন্সটিটিউশন, কুড়িগ্রামের রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জের পাগলা মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ, হবিগঞ্জের নবীগঞ্জ জেকে মডেল উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রামের রাজিবপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, নেত্রকোনার বানিয়াজান সিটি পাইলট উচ্চ বিদ্যালয়।

 

ঢাকা, ২২ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ