Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কুয়াকাটা সৈকতে ভেসে উঠেছে মৃত তিমি মাছ

প্রকাশিত: ২০ মে ২০১৮, ০২:৩৪

লাইভ প্রতিবেদক: কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে উঠেছে মৃত তিমি মাছ। মাছটি বেলিন তিমি নামে পরিচিত। এটি ৪৫ ফুট লম্বা এবং প্রায় ২০ফুট প্রশস্ত। শুক্রবার রাতের জোয়ারের সময় কুয়াকাটা সৈকতের রিজার্ভ ফরেষ্ট এলাকায় মৃত অবস্থা ভাসতে দেখা যায়।

জানা গেছ, শনিবার কুয়াকাটা সমুদ্র সৈকতে জেলে ও পর্যটকরা প্রথম দেখতে পায়। তিমি মাছের খবর চারদিকে ছড়িয়ে পড়লে একনজর দেখার জন্য ভিড় করেন সেখানে। স্থানীয় জেলেদের ধারণা গভীর সমুদ্রে অন্তত ১৫দিন আগে এ তিমি মাছটি মারা গেছে।

বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর রহমান বলেন, আমরা একটি মৃত তিমি ভেসে আসার খবর পেয়েছি। এটিকে পর্যটকদের জন্য কোনোভাবে সংরক্ষণ করা যায় কি-না সেটি দেখছি।

মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, বাংলাদেশের জল সীমানায় সোয়াচ-অব-নো গ্রাউন্ড এলাকায় এদেরকে সচরাচর দেখা যায়। এটি এখন আর আমাদের দায়-দায়িত্বের মধ্যে নেই। কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটি প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন।

 

ঢাকা, ১৯ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ