Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কোটা বাতিলে প্রজ্ঞাপনের দাবিতে শাহবাগে অবস্থান, যানজট

প্রকাশিত: ১৪ মে ২০১৮, ২২:০১

ঢাকা লাইভ: প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কোটা বাতিলে প্রজ্ঞাপন জারির দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। এতে তীব্র যানজট দেখা দিয়েছে।

সোমবার বেলা পৌনে ১টা থেকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী, কোটা বাতিলে প্রজ্ঞাপন জারির দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে এ আন্দোলন করছেন তারা।

সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, আমরা বারবার আলটিমেটাম দিয়েছি। কিন্তু এখনও কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। আমরা একরকম বাধ্য হয়েই শাহবাগে অবস্থান নিয়েছি। কোনো কমিটি নয়, আমরা সংস্কার চেয়েছিলাম। প্রধানমন্ত্রী কোটা বাতিল করেছেন সেটিকেও সাধুবাদ জানাই। এখন দ্রুত প্রজ্ঞাপন চাই।

সরেজমিন দেখা গেছে, শাহবাগ চত্বরের মাঝখানে অবস্থান নিয়েছেন শত শত আন্দোলনকারী। গাড়ি চারপাশ থেকে বন্ধ হয়ে গেছে। তবে আন্দোলনকারীরা অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার গাড়িগুলোকে ছেড়ে দিচ্ছেন। আন্দোলনকারীদের হাতে প্ল্যাকার্ড রয়েছে। বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা।

এর আগে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে বেলা ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ ছাড়া প্রজ্ঞাপনের দাবিতে দেশের বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত ছাত্র ধর্মঘট চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

 


ঢাকা, ১৪ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ