Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কোটা: কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর নিকট পৌঁছেছে

প্রকাশিত: ১১ মে ২০১৮, ০০:৩১

লাইভ প্রতিবেদক: কোটা সমস্যা সমাধানের সিদ্ধান্ত নিতে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোজাম্মেল হক খান এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, কমিটি গঠনের প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, গত বুধবার কমিটির রূপরেখা তৈরি করা হয়েছে। তা বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী দেখার পর কমিটি গঠন করা হবে। বৃহস্পতিবার সকালে কমিটি গঠনের প্রস্তাবনা পত্র পৌঁছেছে। এই কমিটির বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলেই দুই-এক দিনের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে।

সিদ্ধান্ত মতে সরকারি চাকরিতে কোটা বরাদ্দের একটি কমিটি গঠন করা হবে। উক্ত বিষয়ে গঠিত কমিটি সুপারিশ করবেন। কমিটির সুপারিশে সরকার সঠিক সিদ্ধান্তে পৌঁছবে বলে আশা করিছি।

মোজাম্মেল হক খান বলেন, সরকারি চাকরিতে কোটা বাতিল নাকি সংস্কার হবে এ কমিটি সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে। পরে সেটা সবাইকে (প্রজ্ঞাপন জারির মাধ্যমে) জানিয়ে দেয়া হবে। তবে কবে হবে সেটা বলতে পারব না।

তিনি আরও বলেন, কমিটি সিদ্ধান্ত নেবেন, সামগ্রিক বিষয়, আইন-কানুন বিবেচনা করে। পরিস্থিতি পর্যালোচনা করে তারা প্রতিবেদনে সুপারিশ করবে। সরকার সেটাকে কতটুকু বিবেচনায় নেবে। সরকার চাইলে বিষয়টি পুরোপুরি বিচেনা করতে পারে, আবার আংশিকও করতে পারে। যতটুকু গ্রহণযোগ্য ততটুকু নেবে।

 

ঢাকা, ১০ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ