Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

এক আদেশেই শ্যামলীর ‘শিশু মেলা’ বন্ধ

প্রকাশিত: ২৭ নভেম্বার ২০১৬, ০১:০২

 




লাইভ প্রতিবেদক: রাজধানীতে শিশুদের জন্য বিনোদন কেন্দ্রের বড়ই অভাব। যাও আছে তা আবার একটি বিল্ডিংয়ের মধ্যেই সীমাবদ্ধ। তবে শ্যামলীর ‘শিশু মেলা’, শাহবাগের ‘শিশু পার্ক’ এর ব্যতিক্রম। ইজারামূল্য পরিশোধ না করার কারণে বন্ধ হয়ে গেল সেই ‘শিশু মেলা’।

এক যুগেরও বেশি সময় ধরে ইজারামূল্য পরিশোধ না করার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের মেয়র আনিসুল হক।

তবে দর্শনার্থীদের জন্য খুশির খবর হলো অতিশিগগিরই এটি খুলে দেওয়ার আশ্বাস দিয়েছেন  তিনি।  

শনিবার মেয়র আনিসুল হকের উপস্থিতিতে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার বিনোদন কেন্দ্রটির দুটি ফটকে তালা লাগিয়ে সিলগালা করে দেন।

ঢাকা সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, এক দশমিক ৪০ একর জমিতে এ শিশুপার্কটি গড়ে উঠেছে। ১৯৮৫ সালে এটি পরিচালনার জন্য গণপুর্ত মন্ত্রণালয় সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করে। পরে নিজ খরচে আধুনিক খেলার যন্ত্রাংশ স্থাপন করতে ২০০২ সালের ১৯ ফেব্রুয়ারি পার্কটি ‘মেসার্স ভায়া মিডিয়া বিজনেস সার্ভিসেস’ নামে একটি প্রতিষ্ঠানের কাছে তিন বছরের জন্য ইজারা দেয় সিটি করপোরেশন।

তিন বছরের ইজারামূল্য ছিল এক লাখ ৪৫ হাজার ৭৫৬ টাকা ৫ পয়সা। এ চুক্তি আর নবায়ন করা হয়নি। এ পার্কটি ছাড়াও গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্কটিও একই প্রতিষ্ঠানকে ইজারা দিয়েছিল সিটি করপোরেশন।



২০০৫ সালে ইজারা চুক্তি বাতিল করে শিশুপার্কটিতে উচ্ছেদ কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেয় সিটি করপোরেশন। ওই বছরের একটি রিটের প্রেক্ষিতে আদালতের নিষেধাজ্ঞা থাকায় উচ্ছেদ চালানো সম্ভব হয়নি। পরে রিটের নিষ্পত্তি হলেও ইজারাদার ২০০৯ সালে আরেকটি রিট করে। এটি শুনানির অপেক্ষায় রয়েছে। তবে পার্কটির পুনরুদ্ধারের বিষয়ে আদালতের কোনো নিষোধাজ্ঞা বা স্থগিতাদেশ নেই।

আনিসুল হক বলেন, ‘আমি বলব গত ২০০২ সাল থেকে দখল করে রাখা হয়েছে, প্রতি তিন বছরে মাত্র এক লাখ ৪৫ হাজার টাকায়। তাও গত ২০০২ সাল থেকে একটি টাকাও সিটি করপোরেশনকে দেওয়া হয়নি।’

‘যতদ্রুত সম্ভব’ পার্কটি সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এছাড়া পার্কের ভেতরের দোকান মালিকরা যেন ক্ষতিগ্রস্ত না হন সেদিকেও নজর রাখা হবে, বলেন মেয়র।

এদিকে সিটি করপোরেশনের কর্মকর্তারা চলে যাওয়ার পর সেখানে আসেন ওয়ান্ডারল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিএম মুস্তাফিজুর রহমান।

এসময় তিনি বলেন, “সিটি করপোরেশন এ ব্যাপারে আমাদের কিছুই জানায়নি।


ঢাকা, ২৬ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ