Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সরকারী দিঘী দখলমুক্ত করার দাবীতে মানববন্ধন (ভিডিও)

প্রকাশিত: ২৫ নভেম্বার ২০১৬, ২২:০৩

গাজীপুর লাইভ: ঐতিহ্যবাহী বলেশ্বর নামে একটি সরকারী খাস দিঘী রক্ষার দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। এলাকায় একটি অসাধু চক্র প্রায় ৪একর সরকারী খাস দিঘী অবৈধভাবে দখলে নিয়ে মাটি ভরাট করে তৈরী করছে নানা রকম স্থাপনা। এসব স্থাপনায় চলছে বিভন্ন অসামাজিক কার্যকলাপ। এসব কারনে ক্ষুব্ধ এলাকাবাসী বৃহ:বার সকালে প্রায় ২ ঘন্টা ব্যাপী মাবববন্ধন করে।

http://www.bangla.campuslive24.com/uploads/shares/Manob-2016-11-25-16-01-31.JPG

গাজীপুরের টঙ্গীতে সরকারী খাস দিঘী দখলমুক্ত করতে, মানববন্ধনে বক্তব্য দেন গাজীপুর সিটি কর্পোরেশন ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের শিক্ষক ইউসুফ খাঁন, সাতরং সেবা সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারন সম্পাদক জসিমউদ্দিন প্রমুখ।

http://www.bangla.campuslive24.com/uploads/shares/Manob-2016-11-25-16-01-31.JPG

বক্তারা বলেন, সরকারী ডিসি খতিয়ানের খাস দিঘীটি ভাওয়াল ষ্টেটের নামে ভূয়া দলিল বানিয়ে অবৈধ দখলদার সামাদ খা গং সহ সকল অসাধু চক্রের হাত থেকে মুক্ত করে সাধারন জনগনের সুবিধার্তে উন্মুক্ত জলাশয়ে রুপান্তরের দাবী জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন তারা।

টঙ্গীর খাপাড়ায় ১৮৩৩ সালে দিঘীটি খনন করার পর থেকে স্থানীয়রা গোসল, মাছ চাষ, রান্না বান্নার জন্য পানি সরবরাহসহ নানা কাজের জন্য তা ব্যবহার করে আসছে। বিগত সরকারের আমলে অপর একটি প্রভাবশালী মহল দিঘীর পাড়ে জন্ম নেয়া শতবর্ষী বিশালকার বট গাছটি কেটে নিয়ে যায়। শুরু হয় স্থাপনা তৈরী করে দখলের অভয়ারন্য।

গত ২/৩ বছর ধরে সামাদ খা গংদের পায়তারা শুরু হয়। এরপর থেকে দিঘীটির চারপাশ ভরাট করে নজরে পড়ার মত স্থাপনা তৈরী করে দখলযজ্ঞ চলতে থাকে। এলাকায় এখন প্রায় ২০ হাজার জনগনের বসবাস। তাদের চলাচলের জন্য এ দিঘীটি দখল মুক্ত করে ওয়াকওয়ে নির্মান, দখলদারদের ভরাট করা জমিতে ঈদগা, কবরস্থান ও শিক্ষার্থীদের খেলাধুলার জন্য মাঠ তৈরীর দাবী জানানো হয় সশ্লিষ্ট কতৃপক্ষের কাছে।


ঢাকা, ২৫, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ