Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

যুব উদ্বুদ্ধকরণ কর্মশালায় যা বললেন বক্তারা

প্রকাশিত: ২৪ নভেম্বার ২০১৬, ২৩:২৮

লাইভ প্রতিবেদক: বাংলাদেশ নারী প্রগতি সংঘের উদ্যোগে অক্সফামের সহযোগিতায় ‘ধর্ম নিরপেক্ষতা, সার্বজনীনতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ে যুবসমাজকে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সুস্থ্য সংস্কৃতি চর্চার অভাবে উগ্র মৌলবাদি-জঙ্গি গোষ্ঠী দেশে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানোর সুযোগ পাচ্ছে।

বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাও ঘটছে। এই পরিস্থিতির অবসান ঘটিয়ে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে যুব সমাজের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার বিকাশ ঘটাতে হবে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিএনপিএস আয়োজিত যুব উদ্বুদ্ধকরণ কর্মশালায় বক্তারা এই আহ্বান জানান। ‘ধর্ম নিরপেক্ষতা, সার্বজনীনতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি’ শীর্ষক এই কর্মশালার উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন বিএনপিএস-এর নির্বাহী পরিচালক মুক্তিযোদ্ধা রোকেয়া কবীর। বক্তৃতা করেন শহীদজায়া শ্যামলী নাসরীন চৌধুরী, এভারেস্ট জয়ী এম এ মুহিত ও সাংবাদিক নিখিল ভদ্র।

বিএনপিএস-এর উপ-পরিচালক শাহনাজ সুমীর সঞ্চালনায় কর্মশালার বিভিন্ন পর্বে আলোচক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তানজিম উদ্দীন খান, ব্রাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আফসান চৌধুরী ও অক্সফামের সিনিয়র প্রোগ্রাম অফিসার তারেক আজিজ।

দিনব্যাপী কর্মশালায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বেগম রোকেয়া ইয়ুথ গ্রুপ, কাজী নজরুল ইসলাম ইয়ুথ গ্রুপ, নিশাত মজুমদার ইয়ুথ গ্রুপ, নুরজাহান বেগম ইয়ুথ গ্রুপ, ওয়াসফিয়া নাজরীন ইয়ুথ গ্রুপ, সিতারা বেগম ইয়ুথ গ্রুপ, রোকেয়া কবীর ইয়ুথ গ্রুপ, সুফিয়া কামাল ইয়ুথ গ্রুপ, সাকিব আল হাসান ইয়ুথ গ্রুপ ও শিরিন বানু মিতিল ইয়ুথ গ্রুপ-এর সদস্যরা অংশ গ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শহীদজায়া শ্যামলী নাসরীন চৌধুরী বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করলেও এখনো মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়ে তুলতে পারেনি। মুক্তিযুদ্ধের চেতনা ছিলো ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’। কিন্তু এখনো আমাদের সাম্প্রদায়িক সহিংতার ঘটনা ঘটছে।

এর বিরুদ্ধে তরুণ প্রজন্মকে রুখে দাড়াতে হবে। ধর্মীয় বিভেদ ভুলে মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে মুক্তিযোদ্ধা রোকেয়া কবীর বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়ে তুলতে যুব সমাজকে দায়িত্ব নিতে হবে। আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি সংস্কৃতি চর্চা বাড়াতে হবে। দেশের ইতিহাস-ঐহিত্যকে জানতে হবে। নারী-পুরুষের বৈষম্য দুর করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

এভারেস্ট জয়ী এমএ মুহিত বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের হাতে যে পতাকা তুলে দিয়েছেন তা সারা বিশ্বে তুলে ধরতে নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। ‘সবার উপরে মানুষ সত্য’ এই চেতনাকে ধারণ করে মানুষের মুক্তির জন্য সকলকে কাজ করতে হবে।

কর্মশালায় ‘বাংলাদেশের বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপট ও পরিস্থিতি, মৌলবাদ ও সাম্প্রদায়িক চেতনা, ধর্ম নিরপেক্ষতা ও সার্বজনীনতা, বাংলাদেশের রাজনীতি, সমাজরীতি এবং ধর্ম কেন্দ্রীক বৈষম্য বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

ঢাকা, ২৪, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ