Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

১০ টাকা কেজি চাল বিক্রিতে অনিয়ম

প্রকাশিত: ২৩ নভেম্বার ২০১৬, ২০:৪৯

দিনাজপুর লাইভ: দিনাজপুর জেলার ১৩ উপজেলায় ১০ টাকা কেজি চাল বিক্রিতে অনিয়মের অভিযোগে ১১ হাজার ৩৩২টি কার্ড বাতিল করা হয়েছে। এছাড়া ৫ জন ডিলার পরিবর্তন ও ৩টি মামলা দায়ের করা হয়েছে।

দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম কায়সার আলী জানান, গত ৭ সেপ্টেম্বর থেকে হতদরিদ্র মানুষের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম শুরু হয়। জেলার ১৩ উপজেলায় ১০২টি ইউনিয়নে ১ লাখ ৩৬ হাজার ২৮৮ জন হতদরিদ্র পরিবারকে ১০ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি চাল দেয়ার জন্য কার্ড নির্ধারণ করা হয় এবং এই চাল বিক্রির জন্য ২৩৪ জন ডিলার নিয়োগ করা হয়।

কিন্তু কার্ড তালিকা ভুক্তির সময় অনিয়ম ও দূর্নীতি করে স্বচ্ছল ব্যক্তিদের নাম হতদরিদ্রদের তালিকায় দেয়া হলে তা নিয়ে ব্যাপক অভিযোগ উঠে। তদন্তের পর এই অভিযোগের সত্যতা পাওয়ায় ২০ নভেম্বর পর্যন্ত ১১ হাজার ৩৩২টি কার্ড বাতিল করা হয়েছে। স্বচছল ব্যক্তিদের কার্ড বাতিল করে সেখানে প্রকৃত হতদরিদ্র ব্যক্তিদের নাম তালিকাভুক্ত করা হচ্ছে।

তিনি আরো জানান, ২৩৪ জন ডিলারের মধ্যে কয়েকজন ডিলারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ উঠায় তদন্তের পর ৫ জনের ডিলারশীপ বাতিল করা হয়। এর মধ্যে নবাবগঞ্জ উপজেলায় ২ জন, খানসামা বীরগঞ্জ ও বিরলে ১জন করে ডিলার রয়েছেন। এছাড়া অনিয়মের আশ্রয় নিয়ে ১০ টাকা দরের চাল কেনার অভিযোগে ৭ জনের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করা হয়েছে। জেলা দূর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা এসব মামলা তদন্ত করছেন বলে জানান তিনি।

জেলা খাদ্য কর্মকর্তা এসএম কায়সার আলী আরো জানান, দিনাজপুর জেলায় ১০ টাকা কেজি চাল বিক্রির জন্য ৫ মাসের জন্য ২১ হাজার মেট্রিক টন বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে গত ২০ নভেম্বর পর্যন্ত ১০ হাজার ৬৩৯ মেট্রিক টন চাল বিক্রি হয়েছে বলে তিনি জানান।


ঢাকা, ২৩, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ