Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

লাইটার কারখানায় যে ভাবে দগ্ধ হলো ২৫ প্রাণ

প্রকাশিত: ২৩ নভেম্বার ২০১৬, ০৪:৪৫

 


লাইভ প্রতিবেদক: ঢাকার অদূরে আশুলিয়ায় একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে জিরাবো এলাকায় 'ম্যাক্স (বিডি) লিমিটেড' নামের একটি কারখানায় আগুন লাগে। প্রথমে আহতদের স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্র এবং এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে দগ্ধ ২৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠান হয় বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি মোহসিনুল কাদির।

ওই কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

তবে কারখানার বয়লার বিস্ফোরণের ঘটনা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও দমকল কর্মীরা জানায়, বিকেলের দিকে আশুলিয়ার জিরাবো এলাকার ওই কারখানায় হঠাৎ আগুন দেখতে পান শ্রমিকরা। তারা ডিইপিজেড ফায়ার সার্ভিসে খবর দিলে ওই স্টেশনের ৩টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় পরে সাভার থেকে ফায়ার সার্ভিসের আরও ৩টি ইউনিট এসে তাদের সঙ্গে যোগ দেয়।

এদিকে, এ অগ্নিকাণ্ডের ঘটনার পর টঙ্গী-আশুলিয়া ও জিরাবো-বিশমাইল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তৈরি হয় দীর্ঘ যানজটের। ভোগান্তির মুখে পড়েন হাজার হাজার যাত্রী।

এ ব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।

 

 

ঢাকা, ২২, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এএম


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ