Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১২ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইউজিসি’র নেতৃত্বে ভারতে বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড অর্জন

প্রকাশিত: ৯ মার্চ ২০১৮, ০১:৫৫

ইউজিসি লাইভ: ইউজিসির নেতৃত্বে ৩২-সদস্য বিশিষ্ট বাংলাদেশের এক প্রতিনিধিদল ১১তম সাউথ এশিয়ান ইউনিভার্সিটিজ ফেস্টিভ্যাল (এসএইউএফইএসটি) অংশগ্রহণ করে বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে। ভারতের গুজরাটে অবস্থিত গানপাত বিশ্ববিদ্যালয়ে ১১তম সাউথ এশিয়ান ইউনিভার্সিটিজ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়।

ড. মো: ফখরুল ইসলাম, যুগ্ম-সচিব, মো: শাহীন সিরাজ, উপ-সচিব, ইউজিসি, মৌলি আজাদ, সিনিয়র সহকারী সচিব, ইউজিসি এবং মো: মামুন, সহকারি সচিব, ইউজিসি অন্যানের মধ্যে টিম ম্যানেজার হিসেবে প্রতিনিধি দলে অংশগ্রহণ করেন। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ড. মো: ফখরুল ইসলাম অংশগ্রহণকারী দেশসমূহের পক্ষে গেস্ট অব অনার হিসাবে বক্তব্য প্রদান করেন।

খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি এবং সাউথইস্ট ইউনিভার্সিটির মোট ২৬ জন শিক্ষার্থী লাইট ভোকাল, সোলো সং, গ্রুপ সং, ক্লাসিক্যাল ড্যান্স, ইলোকিউশন, পোস্টার মেকিং, ফটোগ্রাফি, ডিবেট, ক্লেমডেলিংসহ প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। বেস্ট পারফরমেন্স এওয়ার্ড অর্জন করেন। বাংলাদেশসহ ৮টি দেশের প্রায় ৬৫০ জন শিক্ষার্থী এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

দক্ষিণ এশীয় দেশসমূহের মধ্যে শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সক্রিয় সহযোগিতা ও পারস্পরিক সহায়তার আলোকে সাউথ এশিয়ান ইউনিভার্সিটিজ ফেস্টিভ্যাল আয়োজন করা হয়ে থাকে।

 


ঢাকা, ০৮ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ