Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বিমানবন্দর সংলগ্ন দেয়াল ধসে শ্রমিক নিহত

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০১৮, ২২:১৯

লাইভ প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন পয়নিষ্কাশন নালা নির্মাণের সময় দেয়াল ধসে এক শ্রমিকের প্রাণহানি হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন কাস্টম হাউজের সীমানায় এই ঘটনাটি ঘটে।

জানা গেছে, পয়নিষ্কাশন নালা নির্মাণের সময় পাশের একটি দেয়াল ধসে পরে, আর এই দেয়ালের চাপা পড়ে এক শ্রমিকের ঘটনা স্থলে মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে দেয়ালের নিচে চাপা পড়া অবস্থায় আরও কেউ থাকতে পারে। এই ঘটনায় আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিমানবন্দর থানার ওসি নূরে আজম মিয়া জানান, মঙ্গলবার সকাল পৌনে ১১টায় দেয়ালটি ধসে পড়ে। দেয়ালের নিচে আরও কয়েকজন চাপা পড়ে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এতে হতাহতের খবর নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে তাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। তবে কী কারণে ড্রেনের দেয়াল ধসে পড়ল তা এখনো জানা যায়নি।

 


ঢাকা, ০৬ ফেব্রুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ