Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

''পুলিশের ওপর হামলা মেনে নেয়া হবে না"

প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০১৮, ০৩:৫৭

লাইভ প্রতিবেদক: গণভবনে বুধবার রাতে পুলিশের নতুন মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় তিনি বলেন, পুলিশের ওপর কোন ধরণের হামলা সহ্য করা হবে না। গণভবনে বুধবার রাতে পুলিশের নতুন মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেয়ার পর তিনি বলেন, গতকালও একটা ন্যক্কারজনক ঘটনা ঘটেছে।

এ রকম জঘন্য ঘটনা আমরা দেখিনি। এ ধরনের জঘন্য ঘটনা আমরা কোনো দিন সহ্য করব না। নতুন আইজিপির উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস-মাদক, জঙ্গিবাদ নির্মূলে সব চেষ্টা চলবে -সেটাই আমরা চাচ্ছি। দেশে শান্তিপূর্ণ পরিবেশ থাক- সেটাই আমরা চাচ্ছি।

উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে। বিভিন্ন ঘটনায় পুলিশের ভূমিকার প্রশংসা করে শেখ হাসিনা বলেন, আাইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যথেষ্ট বলিষ্ঠ ভূমিকা রেখে যাচ্ছে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিদায়ী আইজিপি এ কে এম শহীদুল হকসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

ঢাকা, ৩১ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএসসি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ