Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাতীয়করণের দাবী: ১২তম দিবসে অসুস্থ-১৩৪

প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০১৮, ২৩:৪০

লাইভ প্রতিবেদক: জাতীয়করণের দাবীতে একটানা আমরণ অনশনের ১২তম দিবস। এ পর্যন্ত অসুস্থ ১৩৪ জন, দাবি না মানলে ২৭ ও ২৮ জানুয়ারি পুনরায় সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দেওয়া হবে বলে জানান লিয়াজোঁ ফোরামের প্রতিনিধি দল।

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ জাতীয়করণের একদফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাজপথে আমরণ অনশনের ১২তম দিন অতিবাহিত করছেন হাজার হাজার বেসরকারি শিক্ষক-কর্মচারি।

গত ১০ জানুয়ারি হতে শুরু হওয়া অবস্থান কর্মসূচির পর ১৫ জানুয়ারি হতে শুরু হওয়া আমরণ অনশন কর্মসূচিতে জাতীয়করণের দাবিতে হাজার হাজার শিক্ষক-কর্মচারি প্রতিদিন যোগ দিচ্ছেন। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত মোতাবেক গতকাল সারা দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে টানা ৩য় দিন ধর্মঘট পালিত হয়েছে। দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলোর অধিকাংশ প্রতিষ্ঠানে এই ধর্মঘট পালিত হয়েছে।

বৃহস্পতিবার লিয়াজোঁ ফোরামের ০৮ সদস্যের একটি প্রতিনিধি দল দুপুর ২টায় মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দপ্তরে মাননীয় প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর সাথে ৪র্থ বার আলোচনায় বসেন। তিনি নেতৃবৃন্দকে আশ্বস্ত করেছেন, তিনি এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন এবং আলোচনার ফলাফল নেতৃবৃন্দকে জানাবেন। বেসাকারী শিক্ষকবৃন্দ আশান্বিত ছিলেন। কিন্তু সরকারের তরফ থেকে আজকেও কোন সাড়া পাওয়া যায়নি।

৬টি শিক্ষক-কর্মচারি সংগঠনের জোট “বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াঁজো ফোরাম” এর নেতৃবৃন্দ বলেন, জাতীয়করণের দাবিতে গত ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি সারাদেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালন করা হয়েছে, একই সাথে প্রেসক্লাবের সামনে চলেছে আমরণ অনশন।

দেশের বিভিন্ন এলাকা হতে শিক্ষক-কর্মচারিবৃন্দ প্রেস ক্লাবের সামনে রাজপথে আমরণ অনশনে যোগ দিচ্ছেন। কিন্তু এপর্যন্ত সরকারের তরফ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায় নি। তাই লিয়াজোঁ ফোরামের পক্ষ হতে আগামী ২৭ ও ২৮ জানুয়ারি আবারো সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ধর্মঘট আহবান করেছেন।

তবে আমরণ অনশন কর্মসূচিও যথারীতি চলবে। একটানা অনশনে এবং প্রচন্ড শীতে আজ আরো ১৩ জন শিক্ষক অসুস্থ হয়ে পরেন, এদের মধ্যে বাবেশিকফো এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জিএম শাওন, শেরপুরের রেখা আক্তার, বি বাড়িয়ার আব্দুল হাকিম, বাবেশিকফো এর কেন্দ্রীয় সহসভাপতি বিপ্লব কান্তি দাস, জয়পুরহাটের মো. কহর উদ্দিনসহ ৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ পর্যন্ত মোট অসুস্থ ১৪৭ জন।

আজ শিক্ষকদের আন্দোলনের সাথে সম্মতি প্রকাশ করেন, তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব, প্রফেসর আনু মোহাম্মদ। গত কয়েকদিনে শিক্ষকদের জাতীয়করণের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী, জাসদ এর সাধারণ সম্পাদক শিরিন আক্তার (এমপি), গণফোরাম সভাপতি, সংবিধান প্রণেতা, আইনজ্ঞ ড. কামাল হোসেন, বিকল্প ধারা এর সাধারণ সম্পাদক মেজর (অব) আব্দুল মান্নান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ইসলামি আন্দোলন বাঙরাদেশ এর যুগ্ম মহাসচিব এটিএম হেমায়েত উদ্দিন প্রমুখ।

আমরণ অনশন কর্মসূচির বিভিন্ন পর্যায়ে বক্তব্য রাখেন, জোটের আহবায়ক মো. আব্দুল খালেক, উপদেষ্টা মো. রফিকুল ইসলাম, মো. আবুল বাসার হাওলাদার, মো. জসিম উদ্দীন, মো. নজরুল ইসলাম রনি, মো. রফিকুল ইসলাম মন্টু, যুগ্ম আহবায়ক সাইদুল হাসান সেলিম, জি এম শাওন, মতিউর রহমান দুলাল, মোস্তফা ভূইয়া, আবুল হোসেন মিলন, প্রেস সচিব মো. এনামুল ইসলাম মাসুদ, বিপ্লব কান্তি দাস, (সহ-সভাপতি, বাবেশিকফো), আমিনুল ইসলাম (সহ-সভাপতি, বাবেশিকফো), হারুন-অর-রশিদ (সহ সভাপতি,বাবেশিকফো), মো. বশিরুজ্জামান (সহ সভাপতি,বাবেশিকফো), প্রিন্সিপাল রফিকুল ইসলাম (যুগ্ম মহাসচিব, বাবেশিকফো), দেলোয়ার হোসেন খোকন (যুগ্ম মহাসচিব, বাবেশিকফো), রবিউল ইসলাম (কুমিল্লা), লিটন সেখ (যুগ্ম সাংগঠনিক সম্পাদক বাবেশিকফো), মোঃ নুরুল ইসলাম (আইসিটি সম্পাদক, বাবেশিকফো), মো. শাহজাহান আলম (আইন বিষয়ক সম্পাদক, বাবেশিকফো), আ: হালিম (ঢাকা দক্ষিণ), সুচিত্রা চৌধুরী, জ্যোতিষ মজুমদার (সিলেট), আফরোজা খাতুন মিনু (সিরাজগঞ্জ), গোলাম আকবর চৌধুরী (হবিগঞ্জ), অধ্যক্ষ আতাউর রহমান (চাঁপাইনবাবগঞ্জ) ও জেলা-উপজেলা থেকে আগত বিভিন্ন নেতৃবৃন্দ।


ঢাকা, ২৬ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ