Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সাতক্ষীরায় মানববর্জ্য থেকে তৈরি হচ্ছে উন্নতমানের সার

প্রকাশিত: ১৭ নভেম্বার ২০১৬, ২১:৪৩

 



 

সাতক্ষীরা লাইভ: সাতক্ষীরায় মানববর্জ্য থেকে উন্নত মানের জৈব সার তৈরি হচ্ছে । এই সার ব্যবহারে জমিতে কৃষি ফসল উৎপাদন বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে কৃষকরা।

পরিবেশন দূষনরোধ এবং কর্ম সংস্থানেরও সৃষ্টি হয়েছে। সাতক্ষীরা পৌরসভা ও প্রাকটিক্যাল অ্যাকশন নামের একটি বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে মানববর্জ্য শোধনের জন্য গড়ে ওঠা
একটি প্লান্ট প্রতিদিনের বর্জ্য থেকে সার উৎপাদন করে আসছে।

সাতক্ষীরা পৌরসভায় বসবাসকারী জনসংখ্যা এখন দেড় লাখ। প্রতিদিন তাদের পরিত্যক্ত বর্জ্যরে পরিমান ৫০ থেকে ৬০ টন। পরিবার অথবা প্রতিষ্ঠান সমূহের এই বর্জ্য অপসারন অনেকটাই ঝামেলার বিষয়। যথাযথ ব্যবস্থা না থাকায় দুর্গন্ধযুক্ত এই বর্জ্যরে কারণে পরিবেশ দূষনের সুযোগ থেকেই যায়। দুর্যোগকালে এই সমস্যা আরও বেড়ে যায়। এতে নানা ধরনের রোগ বালাই ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে। বর্জ্য অপসারনে আর্থিক ব্যয়ও কম নয়। বিশেষ করে বস্তিতে বসবাসকারীদের পরিত্যক্ত মল এদিক ওদিক ছড়িয়ে পড়ে ।

বাড়ির কাজে ব্যবহৃত পুকুরের পানিতেও তা মিশে যায়। পারিবারিক মানববর্জ্য অনেক সময় নিকটস্থ খালে অথবা নদীতে কোনো না কোনোভাবে মিশে যায়। শহরের ড্রেনে পৌঁছে পরিবেশগত দূষনও সৃষ্টি করে। এতে জনস্বাস্থ্যহানিরও সম্ভাবনা রয়ে যায়।

সাতক্ষীরা পৌরসভার কুখরালিতে পয়ঃ ব্যবস্থাপনা প্লান্ট স্থাপন করা হয়েছে। এই প্লান্টের মাধ্যমে মানব বর্জ্য স্বাস্থ্যসম্মতভাবে ব্যবহার করা হচ্ছে। প্রতিদিন ২০০০ লিটার মানববর্জ্য এখানে ফেলা হয়। এ থেকে ২০০ কেজি কমপোস্ট সার তৈরি হচ্ছে। কৃষিতে এই সার ব্যবহার করে যেমন রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমছে,তেমনি জমির ফলনও বৃদ্ধি পাচ্ছে।

পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পয়ঃবর্জ্য প্লান্টে

মানববর্জ্য দেওয়ার সুযোগ পাচ্ছে। এতে প্রতিষ্ঠানের আর্থিক সাশ্রয় হচ্ছে। পরিবেশ দূষনের সুযোগ থাকছে না। একজনের দেখাদেখি অন্যরাও এই সার ব্যবহার করে বেশি ফলন পাচ্ছে।

সাতক্ষীরার হরিজন সম্প্রদায়ের সদস্যরা সনাতন পদ্ধতিতে মানব বর্জ্য অপসারন করে আসছেন। এখন তারা স্বাস্থ্যসম্মতভাবে নতুন পদ্ধতিতে পয়ঃ অপসারন করে লাভবান হচ্ছেন। এজন্য তারা প্রশিক্ষনও গ্রহন করেছেন।

সাতক্ষীরা শহরের সেপটিক ট্যাংক থেকে সরাসরি নর্দমায় মানববর্জ্য ঠেলে দেওয়ার কারণে পরিবেশগত নানা সমস্যা রোধ হচ্ছে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার কারণে। কর্মকর্তারা বলেন মানব

বর্জ্যের ব্যবহার এভাবে সারাদেশে ছড়িয়ে দিলে কৃষি ও পরিবেশে একটি বড় পরিবর্তন আনা যায়। তাছাড়া সরকারের অনুমোদন সাপেক্ষে মানববর্জ্যের সার ব্যবসায়িকভাবে উৎপাদন করাও সম্ভব বলে জানালেন তারা।

সাতক্ষীরা পৌর মেয়র তাসকীন আহম্মেদ চিশতি জানান,পৗরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পয়ঃবর্জ্য প্লান্টে মানববর্জ্য দেওয়ার সুযোগ পাচ্ছে। এতে প্রতিষ্ঠানের আর্থিক সাশ্রয় হচ্ছে।

পরিবেশ দূষনের সুযোগ থাকছে না। একজনের দেখাদেখি অন্যরাও এই সার ব্যবহার করে বেশি ফলন পাচ্ছে।


দিনাজপুর, ১৭ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ