Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

এবার টেকনাফ সীমান্তে গুলির শব্দ, আতঙ্কে এলাকবাসী

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বার ২০২২, ২২:০৪

টেকনাফ সীমান্ত

লাইভ প্রতিবেদক: এবার টেকনাফ উপজেলার হোয়াইক্যং কানজড়পাড়া সীমান্তে নতুন করে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। থেমে থেমে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে বলে জানান স্থানীয়রা। সোমবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত থেকে একের পর এক ভারী অস্ত্রের গোলার শব্দে কেঁপে ওঠে হোয়াইক্যং কানজড়পাড়া এলাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের কানজড়পাড়া ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য (প্যানেল চেয়ারম্যান) শা্হ জালাল।

স্থানীয় জেলে কালু মাঝি বলেন, সকালে নাফ নদীর পাশে মাছ শিকার করছিলাম। এ সময় বোমার মতো কিছু বিস্ফোরিত হয়। শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমি নৌকা থেকে পড়ে যাই।

ইউপি সদস্য (প্যানেল চেয়ারম্যান) শা্হ জালাল বলেন, বেশ কয়েক দিন ধরে আমার ওয়ার্ড কানজড়পাড়া বড়ফিশারি সীমান্ত এলাকায় ভারী অস্ত্রের শব্দ শোনা যাচ্ছে। এই ভারী অস্ত্রের বিকট শব্দে জেলেরা আতঙ্কিত হয়ে নাফ নদীসহ সীমান্ত এলাকায় কাজ করতে যাচ্ছে না। শুধু কানজড়পাড়া এলাকায় নয়, হোয়াইক্যংর বিভিন্ন জায়গায় অস্ত্রের বিকট শব্দ শোনা যাচ্ছে। মাঝে মাঝে উড়তে দেখা যাচ্ছে মায়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার।

ঢাকা, ২৬ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ