Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল মালিক গ্রেপ্তার

প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২২, ০১:৪৩

চকবাজারে অগ্নিকাণ্ড

লাইভ প্রতিবেদক: পুরান ঢাকার চকবাজারে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ওই কারখানার নিচ তলায় থাকা বরিশাল হোটেলের মালিক ফখরুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ আগস্ট) ভোরে চকবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

চকবাজার থানার ওসি আব্দুল কাইয়ুম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সোমবার চকবাজার থানায় মামলা করেন অগ্নিকাণ্ডে নিহত রুবেলের বড় ভাই মোহাম্মদ আলী। পরে অভিযান চালিয়ে ওই ভবনের রেস্তোরাঁ মালিককে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ভবনটির মালিক ও কারখানা মালিককে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, সোমবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজধানীর চকবাজারে পলিথিন কারখানায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে দুপুর ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। বিকেল পৌনে ৫টার দিকে আগুন লাগা ভবন থকে ছয়জনের মরদেহ উদ্ধার করে দমকল কর্মীরা।

ঢাকা, ১৬ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ