Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

পাবনায় আবাসিক হোটেলে অভিযান, ১০ শিক্ষার্থী আটক

প্রকাশিত: ২৯ জুলাই ২০২২, ০৬:৫২

১০ শিক্ষার্থী আটক

পাবনা লাইভ: পাবনায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে শহরের সোনাপট্টির প্রেসক্লাব গলিতে অভিযান চালানো হয়। এ সময় অনৈতিক কাজের অভিযোগে ১০ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

আটকরা সবাই স্কুল-কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি ডিবি।

পুলিশ জানায়, পাবনা শহরের প্রাণকেন্দ্র প্রেসক্লাব ও সোনাপট্টি গলিতে অবস্থিত ইভিনিং টাচ আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এসময় অনৈতিক কাজে জড়িত থাকা অবস্থায় ১০ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আটককৃতরা সবাই পাবনা শহর কেন্দ্রিক বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, শহরের প্রভাবশালী শিল্পপতির প্রতিষ্ঠান ‘ইভিনিং টাচ আবাসিক হোটেল-১।’ এর আগেও এ শিল্পপতির প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে কয়েকজন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে পাবনা ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, সেখানে অনৈতিক কর্মকাণ্ড হয়-এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। এসময় পাঁচ জন মেয়ে ও পাঁচ জন ছেলেকে আটক করা হয়। আটককৃতদের পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা, ২৮ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ