Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com
রেলওয়ের অব্যবস্থাপনা

চট্টগ্রাম রেলস্টেশনে ছয় শিক্ষার্থীর অবস্থান কর্মসূচি

প্রকাশিত: ১৮ জুলাই ২০২২, ০১:৫৩

অবস্থান কর্মসূচি

চট্টগ্রাম লাইভ: বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা পরিবর্তনের দাবিতে ১০ দিন ঢাকায় কর্মসূচির পর চট্টগ্রামে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। রোববার (১৭ জুলাই) সকাল থেকে চট্টগ্রাম রেলস্টেশনে বিভিন্ন অনিয়ম পরিবর্তনের দাবিতে প্ল্যাকার্ড হাতে ছয়জন শিক্ষার্থী অবস্থান নেন। প্ল্যাকার্ড ‘আমরা দিব ফুল ভালোবাসা, আপনারা দিন একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ’সহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

রেলস্টেশনে অবস্থান নেওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. মাইন রুবেল জানান, রেলওয়ের অব্যবস্থাপনা পরিবর্তন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সকালে রেলওয়ের কর্মকর্তারা আমাদের কর্মসূচিতে সংহতি প্রকাশ করে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে বলেছে। সুস্পষ্ট নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

এ বিষয়ে চট্টগ্রাম রেলওয়ের স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী জানান, কয়েকজন যুবককে রেলস্টেশনে অবস্থান নিতে দেখেছি। এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না।

রেলওয়ের সূত্রে জানা যায়, প্রথম দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি একাই রেলওয়ের অব্যবস্থাপনার পরিবর্তনের দাবিতে অবস্থান নেন। এরপর গত ১১ জুলাই ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী আন্দোলনে যুক্ত হন।

মহিউদ্দিনের ছয় দফা দাবিগুলো হলো- টিকিট কেনার ক্ষেত্রে সহজ ডটকম কর্তৃক যাত্রী হয়রানি অবিলম্বে বন্ধ করা ও হয়রানির ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া, যথোপযুক্ত পদক্ষেপের মাধ্যমে টিকিট কালোবাজারি প্রতিরোধ, অনলাইন কোটায় টিকিট ব্লক করা বা বুক করা বন্ধ করা ও অনলাইন-অফলাইনে টিকিট কেনার ক্ষেত্রে সর্বসাধারণের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা। যাত্রী চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে ট্রেনের সংখ্যা বৃদ্ধিসহ রেলের অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া, ট্রেনের টিকিট পরীক্ষক-তত্ত্বাবধায়কসহ অন্য দায়িত্বশীলদের কর্মকাণ্ড সার্বক্ষণিক নজরদারি ও শক্তিশালী তথ্য সরবরাহব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে রেল সেবার মান বাড়ানো এবং ট্রেনে ন্যায্য দামে খাবার বিক্রি, বিনা মূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা।

ঢাকা, ১৭ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ