Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১লা মে ২০২৪, ১৮ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১২

প্রকাশিত: ২০ জুন ২০২২, ২৩:৪৭

ছবি: সংগৃহীত

নরসিংদী লাইভ: নরসিংদীর রায়পুরায় বালু ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১২ জন গুলিবিদ্ধ একং টেটাবিদ্ধ হয়েছেন ২ জন। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে।

সোমবার (২০ জুন) উপজেলার আমিরগজ্ঞ ইউনিয়নের নলবাটা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই আমীরগঞ্জের নলাবাটা গ্রামের গোলজার মেম্বার গ্রুপ এবং পার্শবর্তী ভাটি বদরপুর গ্রামের রবি মেম্বার গ্রুপের মধ্যে বালু ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গত মাসে এ নিয়ে দুই গ্রুপের মধ্যে একাধিকবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সবশেষ, আজ সোমবার সকালে রবি গ্রুপ গোলজার গ্রুপের ওপর হামলা চালায়।

এসময় নলাবাটা গ্রামের ১২ জন গুলিবিদ্ধ এবং টেটাবিদ্ধ হয়ে ২ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় পাঠান হয়েছে।

রায়পুরা থানার ওসি (তদন্ত) গোবিন্দ সরকার বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ঢাকা, ২০ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ