Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কুমিল্লার নতুন মেয়র আরফানুল হক রিফাত

প্রকাশিত: ১৬ জুন ২০২২, ২১:১২

আরফানুল হক রিফাত

কুমিল্লা লাইভ: কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ১০৫ কেন্দ্রের মধ্যে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাত পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট।

বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী ভোট গণনা শেষে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন।

এছাড়া ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন পেয়েছেন ২৯ হাজার ৯৯ ভোট, হাতপাখা প্রতীকের প্রার্থী মো. রাশেদুল ইসলাম ৩ হাজার ৪০, হরিণ প্রতীক নিয়ে কামরুল আহসান বাবুল ২ হাজার ৩২৯ ভোট পেয়েছেন।

নির্বাচনে মোট দুই লাখ ২৯ হাজার ৯২০ ভোটারের মধ্যে ভোট পড়েছে ১ লক্ষ ৩৬ হাজার ৬৪। যা মোট ভোটের ৫৮.৭৪ শতাংশ। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ১ লক্ষ ৩৪ হাজার ৭৪৫, অবৈধ (বাতিলকৃত) ভোটের সংখ্যা ৩১৯।

এর আগে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। মোট ১০৫টি কেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ঢাকা, ১৬ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ