''বিসিএস পরীক্ষার তারিখ পিছিয়ে দেয়া হবে''
Published: 2021-02-22 21:35:18 BdST, Updated: 2021-03-05 04:43:38 BdST

লাইভ প্রতিবেদক: বিসিএস পরীক্ষার আবেদন ও পরীক্ষার তারিখ পিছিয়ে দিয়ে বিশ্ববিদ্যালয় খোলার তারিখের সাথে সমঞ্জস্য রেখে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে। আর করোনার কারণে যেসব শিক্ষার্থীর বয়সসীমা অতিক্রান্ত হয়ে বিসিএসের আবেদন করার ক্ষেত্রে ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের বিষয়ে সরকার ব্যবস্থা নেবে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মন্ত্রী বলেন, করোনার কারণে কোন শিক্ষার্থীর বিসিএসে আবেদনের বয়স যদি পার হয়, সেক্ষেত্রে সরকার ব্যবস্থা নেবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান তিনি।
প্রসঙ্গত, বর্তমানে ৪৩তম বিসিএসের আবেদন কার্যক্রম চলছে। ৩১ মার্চ পর্যন্ত এ বিসিএসের আবেদন চলবে। ৪৩তম বিসিএস প্রিলিমিনারি ৬ আগস্টে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পিএসসি।
ঢাকা, ২২ ফেব্রুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড