৩৫ মন ওজনের বিজয়ের দাম হাঁকিয়েছে ২৮ লাখ টাকাষাঁড় দিয়ে ঘোরাতে চায় ভাগ্যের চাকা (ভিডিও)
Published: 2020-07-02 19:54:10 BdST, Updated: 2021-01-28 16:45:55 BdST

লাইভ প্রতিবেদকঃ আসছে ঈদুল আযহা। আর এই ঈদকে সামনে রেখে ব্যস্ত দিন পার করছেন অনেক খামারিরা। শুরু হবে পশুর হাট। আর তাই সব গরুর খামারগুলোতে যেমন চলছে তোড়জোড়। তেমনই কিছু পরিবার আছে যারা তাদের পালিত পশুটিকেই নিজের সব সম্বল ভেবে দিন রাত কাজ করে যাচ্ছেন।
বিজয়। একটি ষাঁড়ের নাম। যার মালিক চট্টগ্রামের বায়েজিদ থানার আজিজ মিয়া। তিনি তার পরিবারের সবাই এখন নির্ভরশীল এই গরুটির উপরেই। তাদের আশা-ভালোবাসা সবই যেন এখন এই গরুটি। তাদের এই গরু বিক্রি করেই চলবে আগামী দিনের পথচলা।
ভিডিও দেখতে লিঙ্কটিতে ক্লিক করুন: https://web.facebook.com/watch/?v=2969361259828249
গরুটির মালিক আজিজ মিয়া জানান, গত বছর ভালো দাম না পাওয়ায় তারা এ বছরের জন্য গরুটিকে পালন করেছে। এ বছর আনুমানিক ৩৫ মন ওজনের বিজয়ের (ষাঁড়ের নাম) দাম হাঁকিয়েছে ২৮ লাখ টাকা। তবে কোরবানির হাট আরো জমে উঠলে হয়তো আরেকটু বেশি দাম হবে বলে আশা করেন তিনি।
ঢাকা, ০২ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড