Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

দুই তিনদিনের মধ্যেই স্পন্সর পার্টনার নিয়োগের কাজ শেষ হবে

প্রকাশিত: ১৭ অক্টোবার ২০১৯, ০৮:৪৭

স্পোর্টস লাইভঃ বিপিএল গভর্নিং কাউন্সিলের মিটিং শেষে বিপিএল কর্তারা যদিও এবারের আসর পিছিয়ে দেওয়ার কথা বলেছেন, তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আইসিসির সভা শেষে কাল মঙ্গলবার বিকেলে দেশে ফিরে বলেন, বিপিএল পেছানোর কোন কারণ নেই।

পাপন বলেন, তার জানামতে বিপিএল পিছিয়ে যাবে না। বোর্ড সভাপতি যখন এ কথা বলেন, তখন বুঝাই যায় যে বিপিএল যথাসময় অর্থাৎ ৬ ডিসেম্বরই শুরু হবে।

যেহেতু শুরুর সময় বদলাচ্ছে না, তাই বিপিএল প্রস্তুতিতে ভাটা আসার কোনই প্রশ্নই আসেনা। এখন সে প্রস্তুতির কাজও চলছে জোরেসোরেই। গতকাল মঙ্গলবার আর আজ বুধবারও বিপিএল গভর্নিং কাউন্সিলের কর্তারা স্পন্সর পার্টনার নিয়োগের কাজে ব্যস্ত ছিলেন।

বলার অপেক্ষা রাখেনা, এবারের আসরে ৭ টি দল অংশগ্রহণ করবে। যার ব্যবস্থাপনায় থাকবে বিসিবি। খেলোয়াড় এবং কোচিং স্টাফ নিয়োগসহ অন্যান্য সব কাজ কর্মও চলবে বিসিবির নির্দেশনা মতোই।

পূর্বে জানা যায়, চারটি স্পন্সর পার্টনার নিয়োগের কাজ শেষ হয়েছে। এখন আগামী দুই তিন দিনের মধ্যে আরও তিনটি স্পন্সর পার্টনার নিয়োগের কাজ শেষ হবে বলে জানা যায়।

উল্লেখ্য, টিম ডিরেক্টরদের নাম স্পন্সর পার্টনার নিয়োগ শেষেই ঘোষণা হবে। বিসিবির ৭ পরিচালক থাকবেন প্রতিটি দলের সাথেই। সব কিছু চলবে তাদের নির্দেশনা ও তত্ত্বাবধান মোতাবেক।

ঢাকা, ১৬ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ