Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বিটেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রকাশিত: ১১ ডিসেম্বার ২০১৭, ০২:৪৪

 

বিটেক লাইভ: টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (বিটেক) প্রশাসনের উদ্যোগে সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। রবিবার সকালে ছয়দফা চত্বরে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ইঞ্জি. আব্দুল মজিদ।

এসময় অন্যান্যদের মধ্যে চীফ ইন্সট্রাক্টর মাহমুদুল হক, লেকচারার সেলিম মিয়া, জুনাইদ হাসান অপু, মনোয়ার হোসেন, নূর আলম, সাব্বির আহমেদসহ সকল ডিপার্টমেন্টের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিটেকের তিনটি বর্ষের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এ আয়োজন চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রতিযোগিতার প্রথম দিন ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীদের মধ্যে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। শ্বাসরুদ্ধকর ম্যাচটিতে ১ম বর্ষের খেলোয়াড়েরা ২-০ তে জয়লাভ করে। একটি করে গোল পান ঐ বর্ষের আকিব জাবেদ ও সাইফুল।

প্রিন্সিপাল ইঞ্জি. আব্দুল মজিদ বলেন, "ক্লাসরুমের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমকে চালিয়ে নিতে এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে যেটি শিক্ষার্থীদের মনন গঠনে বিশেষ ভূমিকা রাখবে। ক্রীড়া প্রতিযোগিতার মাঝে সাংস্কৃতিক প্রতিযোগিতা চলবে। এরপর আনুষ্ঠানিকভাবে ১৬ ডিসেম্বর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।"

ফুটবল ছাড়াও ক্যারাম, দাবা, দৌড়, গোলক নিক্ষেপ, বির্তক, সঙ্গীত, কবিতা আবৃত্তিসহ নানা বিষয় রাখা হয়েছে প্রতিযোগিতায়।

 

ঢাকা, ১০ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ