Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাককানইবি'র শিক্ষক সমিতি নির্বাচন: কার্যক্রম শুরু

প্রকাশিত: ২ ডিসেম্বার ২০১৭, ২৩:৫৭

 

জাককানইবি লাইভ: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৩ই ডিসেম্বর। শিক্ষক সমিতির সাধারণ অধিবেশনে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে নিশ্চিত করেছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম।

নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান প্রফেসর ড. বিজয় ভূষণ দাসকে রিটার্নিং অফিসার অন্য দুইজন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের প্রধান ইসমত আরা ভূইয়া ইলা এবং আইন ও বিচার বিভাগের লেকচারার মো: ইরফান আজিজকে নির্বাচন পরীক্ষক হিসেবে রাখা হয়েছে।

নির্বাচন পরীক্ষক মো: ইরফান আজিজ বলেন, নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিলে বলা হয়েছে আগামী ৩-৭ ডিসেম্বর পর্যন্ত নির্বাচন কমিশন আবেদন গ্রহণ করবে। তিনি আরও বলেন, ১০ই ডিসেম্বর প্রার্থীতার বৈধতা যাচাই-বাচাই করা হবে।

১০ই ডিসেম্বর বিকাল ৫টা থেকে ১২ই ডিসেম্বর রাত বারটা পর্যন্ত চলবে নির্বাচনী প্রাচারণা। ১৩ই ডিসেম্বর সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এবং ঐ দিনই বিকালে মধ্যে ফলাফল প্রকাশ করা হবে বলে নিশ্চিত করেন।

 

ঢাকা, ০২ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ