Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

প্রশংসনীয় উদ্যোগ : বাকৃবিতে ‘ক্যাম্পাস বাস’ সার্ভিস চালু

প্রকাশিত: ৫ অক্টোবার ২০১৭, ০২:১১

ময়মনসিংহ লাইভ : ১২০০ একরের সুবিশাল ক্যাম্পাস বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। ওই ক্যাম্পাসের এক মাথা থেকে অন্য মাথা, এক অনুষদ থেকে অন্য অনুষদ, হল থেকে ক্যাম্পাসে যেতে হলে শিক্ষার্থীদের বেগ পেতে হয়। সময় ক্ষেপণ, পরিশ্রমের সঙ্গে সঙ্গে বিড়মন্বনাও পোহাতে হয় শিক্ষার্থীদের।

এসব বিষয় বিবেচনায় রেখে এবার বাকৃবি ক্যাম্পাসে বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরজন্য একটি বাস বরাদ্দ করা হয়েছে। বাসটি প্রতি ঘন্টায় বিশ্ববিদ্যালয়ে একবার চক্কর দেবে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার পরিচালক প্রফেসর ড. খান মো: সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপিতে বলা হয়, ১২০০ একরের বিশাল ক্যাম্পাসে চলাচলের সুবিধার জন্যই ক্যাম্পাস বাস সার্ভিস চালু করা হয়েছে। উন্নত বিশ্বের বিভিন্ন দেশেরে বিশ্ববিদ্যালয়ে বাস এবং ট্রেন সার্ভিস চালু রয়েছে। বাকৃবি ক্যাম্পাসের শিক্ষক, শিক্ষার্থী, কর্তকর্তা-কর্মচারীদের যাতায়াতে সাময়িক অসুবিধা লাঘবের জন্য পরীক্ষামূলকভাবে প্রতি ঘন্টায় ক্যাম্পাস বাস সার্ভিসটি চালু করা হয়েছে।

বাসটি বিশ্ববিদ্যালয়ের চারটি ছাত্রীহল সংলগ্ন কামাল-রণজিত (কে-আর) মার্কেট থেকে ১নং গেইট, জব্বারের মোড়, টিএসসি, লাইব্রেরি এবং সুলতানা রাজিয়া হল থেকে পুনরায় কে-আর মার্কেটে পৌঁছবে। এ প্রতি ঘন্টার বাস সার্ভিসটি সকাল ৮টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে বাস কার্ড সংগে রাখতে বলা হয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা ক্যাম্পাসে রিকশা ভাড়া নির্ধারণেরও দাবি জানিয়েছেন।


ঢাকা, ০৪ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ