Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বাকৃবিতে সেফটি ফার্স্ট স্টিকার সেবা চালু

প্রকাশিত: ২২ মার্চ ২০২৩, ০১:২৪

বাকৃবিতে সেফটি ফার্স্ট স্টিকার সেবা চালু

বাকৃবি লাইভ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অভ্যন্তরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরণে ও বহিরাগতদের দৌরাত্ম্য রোধে চালু হতে যাচ্ছে বাউ: সেফটি ফার্স্ট স্টিকার সেবা। মঙ্গলবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. আজহারুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীদের বাউ: সেফটি ফার্স্ট স্টিকার ২৩-২৪ ও ২৭ -২৮মার্চের মধ্যে সংগ্রহ করতে জানানো হয়েছে। স্টিকারের জন্য চালকের এককপি ছবি (পাসপোর্ট সাইজ) ও মোটর সাইকেল নিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।

এ বিষয়ে প্রক্টর প্রফেসর ড. মো. আজহারুল ইসলাম বলেন, প্রতিটি স্টিকারে ইউনিক নাম্বার দেওয়া থাকবে। নাম্বারের প্রেক্ষিতে চালকের ছবি, নাম, ঠিকানাসহ মোটরসাইকেলের নাম্বার লিপিবদ্ধ করা থাকবে। ফলে চালক ব্যতিত অন্য কেউ বাহনটি নিতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে বহিরাগত মোটর সাইকেলগুলো চিহ্নিত করা সহজ হবে। এরপর গাড়ির নিরাপত্তার জন্য পদক্ষেপ নেওয়া হবে এবং বহিরাগত চলাচল নিয়ন্ত্রণ করা হবে।


ঢাকা, ২১ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আরএ//এমএফ

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ