Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০
teletalk.com.bd
thecitybank.com

বাকৃবিতে আন্তঃঅনুষদ হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু

প্রকাশিত: ১৯ নভেম্বার ২০২২, ০৫:২৮

বাকৃবিতে আন্তঃঅনুষদ হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু

বাকৃবি লাইভ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্তঃঅনুষদ হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ সংলগ্ন মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। এসময় জাতীয় পতাকা,বিশ্ববিদ্যালয়ের পতাকা এবং অনুষদসমূহের পতাকা উত্তোলন করা হয়।

জানা যায়, ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের আয়োজনে এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদ ও একটি ইনস্টিটিউট থেকে ছাত্র ও ছাত্রীদের মোট ১৩টি দল অংশগ্রহণ করছে। শুরুতে মেয়েদের হ্যান্ডবল খেলায় বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ ভেটেরিনারি অনুষদকে ২-১ গোলে পরাজিত করে।

পরে ছেলেদের হ্যান্ডবল খেলায় কৃষি অনুষদ কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদকে ২৩-৭ গোলের এক বিশাল ব্যাবধানে পরাজিত করে। ছেলেদের খেলায় সর্বোচ্চ ৯ গোল করেন কৃষি অনুষদের অধিনায়ক তারিক জামান জয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. খান মো সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক ড. মো আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো নুরুল হায়দার, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এ সময় অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, সিনিয়র শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, সবসময়ই শিক্ষা ও গবেষণার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে হবে। খেলাধুলার ব্যাপারে আমি সবসময় সার্বিক সহযোগিতা করব।

খেলোয়াড়দের খেলাধূলার ব্যস্ততার কারণে তারা বিভিন্ন ক্লাস পরীক্ষা দিতে পারে না। তাদের ক্লাসে উপস্থিতিজনিত সমস্যা ও পরীক্ষায় অংশগ্রহণের ব্যাপারেও আমি সাহায্য করার চেষ্টা করব। আমি সকলকে আহবান করছি যার যে বিষয়ে প্রতিভা আছে তার বহিঃপ্রকাশ করার জন্য। আর এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় সার্বিক সহযোগিতা করবে।

ঢাকা, ১৮ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএল


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ