Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

নজরুল বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছে ২৩ হাজার শিক্ষার্থী

প্রকাশিত: ২৯ অক্টোবার ২০২২, ০৬:২১

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাককানইবি লাইভ: গুচ্ছ ভর্তি কার্যক্রমের আবেদন ১৭ অক্টোবর শুরু হয়ে গতকাল ২৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হয়েছে। এই সময়ের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করেছেন ২৩ হাজার ২৮৪ জন শিক্ষার্থী।

আজ শুক্রবার (২৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন নজরুল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সদস্য ড. মো. সেলিম আল মামুন।

ড. মো. সেলিম আল মামুন জানান, ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য তিনটি ইউনিটে আবেদন গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১০ হাজার ১৭৬ জন, ‘বি’ ইউনিটে ৯ হাজার ১৪৭ জন এবং ‘সি’ ইউনিটে ৩ হাজার ৯৬১ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

তিনি আরো বলেন, ভর্তির আবেদনের জন্য আর সময় বাড়ানো হবে না। আমাদের প্রথম মেধা তালিকা আগামী ৭ নভেম্বর প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঢাকা, ২৮ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ