Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪, ৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

নজরুল বিশ্ববিদ্যালয়ে দুটি পরীক্ষার হল রুম উদ্বোধন

প্রকাশিত: ১২ অক্টোবার ২০২২, ০৫:৫৭

পরীক্ষার হল রুম উদ্বোধন

জাককানইবি লাইভ: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) দুটি পরীক্ষার হল রুম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের দশতলায় ফিতা কেটে পরীক্ষার হল দুটির উদ্বোধন করেন ভিসি প্রফেসর ড. সৌমিত্র শেখর।

উদ্বোধনী অনুষ্ঠানে ভিসি ড. সৌমিত্র শেখর বলেন, পরীক্ষার হল রুম চালু করার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের একটি সুন্দর সুশৃঙ্খল পরীক্ষার পরিবেশ নিশ্চিত করা। বড় হল রুমগুলো শিক্ষার্থীদের একটি শিক্ষার্থীবান্ধব পরীক্ষার পরিবেশ ফিরিয়ে দিবে বলে আমরা আশাবাদী। এসময় তিনি সকলকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ারও আহ্বান জানান।

এছাড়া হল দুটির তত্ত্বাবধানে থাকা পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের প্রধান (ভারপ্রাপ্ত) আব্দুল হালিম বলেন, পরীক্ষার হল বিশ্ববিদ্যালয়ের একটি নতুন সংযোজন। যেটি সার্বিক তত্ত্বাবধানে রয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর। আমরা হলটিকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাবো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধানসহ অন্যরা।

ঢাকা, ১১ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেজে//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ