Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১লা মে ২০২৪, ১৮ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষার নতুন শিডিউল

প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২২, ০৭:১৪

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাককানইবি লাইভ: বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি প্রজ্ঞাপন, শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির পত্রের প্রেক্ষিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ছিল বিশ্ববিদ্যালয়ের অফিস ও ক্লাস-পরীক্ষা কার্যক্রম৷ তবে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার দুই দিনই থাকছে। বুধবার (২৪ আগস্ট) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়৷

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানায়, জরুরি পরিসেবাসমূহ (নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, চলমান অবকাঠামো উন্নয়ন কাজ, পানি, বিদ্যুৎ, গ্যাস, ভর্তি কার্যক্রম, টেলিফোন, পরিচ্ছন্নতা কার্যক্রম, বাগান পরিচর্যা, পরিবহন দপ্তর ও ইন্টারনেট সেবা ইত্যাদি) নতুন সিদ্ধান্তের বাইরে থাকবে।

এদিকে এই সময়সীমার সঙ্গে মিল রেখে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের গাড়ির শিডিউল প্রকাশ করেছে পরিবহন দপ্তর।

ঢাকা, ২৫ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেজে//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ