Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

পদ্মা সেতু উদ্বোধনের দিন নজরুল বিশ্ববিদ্যালয়ে যেসব আয়োজন

প্রকাশিত: ২৫ জুন ২০২২, ০৬:০৯

 নজরুল বিশ্ববিদ্যালয়ে যেসব আয়োজন
জাককানইবি লাইভ: ২৫ জুন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের অনন্য নিদর্শন হতে চলা স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হতে চলেছে। এ উপলক্ষে বিভিন্ন আয়োজন হাতে নিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

শুক্রবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠান বড় স্ক্রিনে সরাসরি দেখানোসহ কয়েকটি পরিকল্পনা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞপ্তি সূত্রে জানানো হয়, আগামীকাল ২৫ জুন বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু প্রধানমন্ত্রী ও পদ্মা সেতুর স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সকাল ১০ টায় উদ্বোধন করতে যাচ্ছেন। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল কনফারেন্স কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান বড় স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে সকাল ১০ টায়।

এরপর সকাল ১১ টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ র‍্যালি বের হবে। "স্বপ্নের পদ্মা সেতু: উন্মোচিত হলো নতুন সম্ভাবনার দ্বার" শিরোনামে আলোচনা সভার আয়োজন করা হবে দুপুর ১২ টায়। এরপর বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে পদ্মা সেতুর স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশের ইতিহাসে এমন গুরুত্বপূর্ণ দিনের কর্মসূচিতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


ঢাকা, ২৪ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//ওপিডি

 

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ