Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বাকৃবিতে সিলেটের বন্যার্তদের সাহায্যের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১৯ জুন ২০২২, ০৯:৪২

বন্যার্তদের সাহায্যের দাবিতে মানববন্ধন

বাকৃবি লাইভ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সিলেট বিভাগের বন্যা কবলিত এলাকার মানুষদেরকে ত্রাণ দিয়ে সাহায্য এবং সিলেট ও সুনামগঞ্জ জেলাকে জাতীয় দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করার দাবিতে মানববন্ধন করেছে জালালাবাদ ছাত্র কল্যাণ সমিতি।

শনিবার (১৮ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে সংগঠনটির সভাপতি রূপক চন্দ্র দাশ এবং সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আরমানসহ অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

এসময় বন্যার্তদের সহযোগিতার লক্ষ্যে বেশ কিছু দাবি তোলে সংগঠনটি। দাবিগুলো হলো সিলেট এবং সুনামগঞ্জকে জাতীয় দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করা, ত্রাণ বিতরণ কর্মসূচি জোরদার করা, বন্যা কবলিত মানুষের জান মালের নিরাপত্তা প্রদান, বন্যার্তদের উদ্ধারে যথাযথ পদক্ষেপ গ্রহণ, নৌবাহিনী ও কোস্ট গার্ডের তৎপরতা বাড়ানো, স্থানীয় স্কুল-কলেজসমূহকে আশ্রয় উপকেন্দ্র ঘোষণা, বিশুদ্ধ খাবার পানি এবং পর্যাপ্ত খাবার সরবরাহ ও উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা।

মনববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে ভারতের চেরাপুঞ্জিতে অবিরত বৃষ্টির ফলে নদীর সাথে আসা ঢলে সিলেট বিভাগের ৮০ ভাগ এলাকা বন্যায় প্লাবিত হয়ে গেছে। অধিকাংশ এলাকার পাওয়ার সিস্টেম অচল এবং ফোনের নেটওয়ার্ক ব্যবস্থা এখন পুরোপুরি বিচ্ছিন্ন। এমন বিপদসংকুল অবস্থায় বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসারসরকার ও স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ করছি।

উল্লেখ, গত পাঁচ দিন ধরে সুনামগঞ্জ, সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট জকিগঞ্জ, সিলেট সদর দক্ষিণ সুরমাসহ সবকটি এলাকা প্লাবিত। ফলে এসব এলাকার জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়েছে।


ঢাকা, ১৮ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//ওপিটি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ