Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বাকৃবিতে শস্য বীজের রোগ সনাক্তকরণ বিষয়ক কর্মসূচী

প্রকাশিত: ১৭ জুন ২০২২, ০১:৩৩

‘‘শস্য বীজ এর রোগ ও জীবানু সনাক্তকরণ, দমন এবং সংরক্ষণ’’ বিষয়ক কৃষক প্রশিক্ষণ

বাকৃবি লাইভ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘‘শস্য বীজ এর রোগ ও জীবানু সনাক্তকরণ, দমন এবং সংরক্ষণ’’ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারে বৃহস্পতিবার সকাল ৯টায় দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টার এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আলী হোসেন। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন শাখা এর পরিচালক প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ।

সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. পুর্ণিমা দে এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং প্রফেসর ড. মোঃ আতিকুর রহমান খোকন।

অনুষ্ঠানে ময়মনসিংহের বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীসহ উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ এর শিক্ষক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা, ১৬ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ