Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

গৌরীপুরে কলেজ ছাত্র খুন; উত্তাল শহর

প্রকাশিত: ২৪ মার্চ ২০১৭, ০২:১১



ময়মনসিংহ লাইভ: ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজের এক শিক্ষার্থীকে নৃশংসভাবে খুন করা হয়েছে। ওই খুনের ঘটনায় শিক্ষার্থীদের মাঝে প্রতিবাদের ঝড় বইছে। নিহত শিক্ষার্থীর নাম শাকিল আহাম্মেদ (১৮)। সে গৌরীপুর সরকারি কলেজের এইচএসসি পরিক্ষার্থী ছিল।

এর প্রতিবাদে বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা ১১টায় গৌরীপুর সরকারি কলেজের শত শত শিক্ষার্থীরা শহরে মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে।

এসময় বিক্ষুব্দ শিক্ষার্থী ৩টি বাসা ভাংচুর-অগ্নিসংযোগসহ রাস্তায় চলাচলকারী প্রায় ৩০টি যানবাহন ভাংচুর করে। উল্লেখ্য গৌরীপুর সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা শাখার এইচএসসি পরীক্ষার্থী শাকিল আহাম্মেদকে বুধবার বিকেলে শহরের ছয়গন্ডা বাঁশ মহাল এলাকায় কতিপয় সন্ত্রাসীরা অতর্কিতে হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করে।

আহত শাকিলকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরে ওইদিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়। শাকিলের মৃত্যুর খবরে বৃহস্পতিবার গৌরীপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের মাঝে প্রতিবাদের ঝড় ওঠে। তারা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও ইউএনও বরাবরে স্মারকলিপি পেশ করেছে।

এসময় বিক্ষুব্দ শিক্ষার্থীরা পৌর শহরের ছয়গন্ডা এলাকায় হিমেল (২০), তমাল পাঠান (২৫) ও খেলার মাঠ এলাকায় মেহেদী হাসান মিথুনের বাসায় ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এছাড়াও শিক্ষার্থীরা রাস্তায় চলাচলকারী প্রায় ৩০টি মিনি ট্রাক, সিএনজি, অটোরিকসা ভাংচুর করেছে। গৌরীপুর থানার অফিসার ইনাচার্জ দেলোয়ার আহাম্মদ জানান এ ঘটনায় সকাল থেকেই কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে শত শত শিক্ষার্থীরা।

আস্তে আস্তে এই বিক্ষোভের মাত্রা বৃদ্ধি পেয়ে শহরে ছড়িয়ে পড়ে যা সীমিত সংখ্যক পুলিশের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। জানা গেছে নিহত কলেজ ছাত্র শাকিল গৌরীপুর পৌর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন পশ্চিম দাপুনিয়া এলাকার ময়মনসিংহ জেলা পরিষদের কর্মচারী শাহেদুজ্জামানের একমাত্র পুত্র। অতি সম্প্রতি সে সেনাবাহিনীর সদস্য হিসেবে নিয়োগ পেয়েছিল।

শাকিলের মৃত্যুতে তার পরিবারসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে শোক বিরাজ করছে। গৌরীপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা জানায় ঘটনারদিন দুপুর ১২টার সময় কলেজ ক্যাম্পাসে শহরের জনৈক এক বখাটে যুবকের সাথে তুচ্ছ বিষয় নিয়ে শাকিলের বাক-বিতন্ডা হয়। পরে ওইদিনই কলেজ থেকে বাড়ি ফেরার সময় শহরের ছয়গন্ডা এলাকায় তার ওপর সন্ত্রাসীরা সসস্ত্র হামলা চালায়। এদিকে বিকালে একমাত্র ভাইয়ের মৃত্যু শোক সইতে না পেরে বড় বোন হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যু বরন করে।

 

ঢাকা, ২৩ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ