Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ৮ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ময়মনসিংহে পুলিশের সঙ্গে সংঘর্ষে শিক্ষকসহ নিহত ২

প্রকাশিত: ২৮ নভেম্বার ২০১৬, ০১:০২

 



ময়মনসিংহ লাইভ: জেলার ফুলবাড়ীয়া কলেজ সরকারীকরণের দাবিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের লাঠি চার্জ ও রাবার বুলেটে দুই জন নিহত হয়েছে। এর মধ্যে একজন পথচারী ছফর আলী (৫৫) অপরজন হলেন কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক আবুল কালাম আজাদ।

রোববার দুপুর সোয়া ১২টার দিকে কলেজ আন্দোলনের বিক্ষোভকারীরা মিছিল বের করতে চাইলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। কলেজ ক্যাম্পাসে ঢুকে পুলিশ লাঠিচার্জ করার পর শিক্ষার্থীরা ফুলবাড়ীয়া-ময়মনসিংহ সড়ক ব্যারিকেড দেয়ার চেষ্টা করে। পুলিশ আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

এ ব্যাপারে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, পুলিশের ওপর শিক্ষার্থীরা উশৃঙ্খল আচরণ করে ও ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ আত্মরক্ষায় লাঠিচার্জ করে এবং ১৫/২০ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। নিহত দু’জনই অসুস্থ ছিলো বলে জানান তিনি।  

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানায়, পুলিশের বেধড়ক লাঠিপেটায় কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক আবুল কালামসহ গুরুত্বর আহত হয় কমপেক্ষ শতাধিক। পরে গুরুত্বর আহত ওই শিক্ষককে ময়মনসিংহের চুরখাই কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেল ৪টার দিকে তিনি মারা যান। এছাড়া পুলিশের লাঠিপেটায় সফর আলী নামে একজন পথচারী ঘটনাস্থলেই মারা যায়। পরে তাকে ফুলবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সফর আলীকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ফুলবাড়িয়া থানার ওসি রিফাত খান রাজিব জানান, সফর আলী সংঘর্ষে মারা যায়নি। সে অসুস্থ ছিলো। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০/১৫ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়া হয়েছে। এখন পরিস্থিতি শান্ত।

আপরদিকে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ, বহু পুরনো ফুলবাড়ীয়া ডিগ্রী কলেজকে জাতীয়করণ না করে নতুন ও এমপিও বিহীন বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়কে জাতীয়করণ করায় ফুঁসে ওঠে ফুলবাড়িয়াবাসী।

এ নিয়ে ক্ষুব্ধ ফুলবাড়ীয়া ডিগ্রী কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা কলেজটি জাতীয়করণের দাবিতে টানা ৪৩ দিন ধরে বিক্ষোভ, সড়ক অবরোধ ও মানববন্ধনসহ নানা কর্মসূচী পালন করে আসছে।

এছাড়াও আহতদের মধ্যে রয়েছেন জাতীয়করণ দাবী আন্দোলন কমিটি আহ্বায়ক সহকারি অধ্যাপক আবুল হাশেম, হেলাল উদ্দিন, উপেন্দ্র চন্দ্র, ফজলুল হক, প্রভাষক রুমা আখতার, শিক্ষার্থী আসাদ, কামাল, রুবেল।।


ময়মনসিংহ, ২৭ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ