Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ৮ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কলেজ সরকারীকরণের দাবি: পুলিশের সঙ্গে সংঘর্ষ, নিহত ১

প্রকাশিত: ২৭ নভেম্বার ২০১৬, ২২:০৪

 




ময়মনসিংহ লাইভ: জেলার ফুলবাড়ীয়া কলেজ সরকারীকরণের দাবিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের লাঠি চার্জ ও রাবার বুলেটে ছফর আলী (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছে। এসময় শিক্ষক-শিক্ষার্থীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

রোববার দুপুর সোয়া ১২টার দিকে কলেজ আন্দোলনের বিক্ষোভকারীরা মিছিল বের করতে চাইলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। কলেজ ক্যাম্পাসে ঢুকে পুলিশ লাঠিচার্জ করার পর শিক্ষার্থীরা ফুলবাড়ীয়া-ময়মনসিংহ সড়ক ব্যারিকেড দেয়ার চেষ্টা করে। পুলিশ আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

সংঘর্ষে আহতদের নাম তাৎক্ষনিকভাবে জানা যায়নি। নিহত পথচারীর বাড়ী উপজেলার কুশমাইল কড়ইতলায়। পথচারীর আাত্মীয় কমলা জানান, পুলিশের লাঠিপেটায় ছফর আলীর মৃত্যু হয়েছে। ছফর আলী পুলিশের গাড়ীর সাথেই সড়কে পড়ে ছিল।

ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজি লাঠিচার্জের কথা অস্বীকার বলেন, পথচারী ঘটনাস্থল থেকে একটু দূরে সড়কে পড়ে ছিল।


ময়মনসিংহ, ২৭ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ